সাঁইখোম মীরাবাই চানুর সম্পূর্ণ জীবনী | Saikhom Mirabai Chanu Full Biography In Bengali

 


সাঁইখোম মীরাবাই চানুর জীবনী | Saikhom Mirabai Chanu Biography In Bengali


Saikhom Mirabai Chanu Biography In Bengali: সাঁইখোম মীরাবাই চানু জীবনী জানলেই বোঝা যাবে তিনি আর পাঁচজনের থেকে আলাদা ভাবে বড় হয়েছেন। ছোটবেলা কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে জীবন কেটেছে তাঁর। মণিপুর রাজ্যের একটি ছোট গ্রামে তার জন্ম, ছোট থেকেই তিনি ভারোত্তোলন করতে অনেকটাই ভালবাসতেন। বর্তমানে মীরাবাই চানু (Mirabai Chanu) ভারতের একজন ভারোত্তোলক , তিনি সম্প্রতি কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে প্রথম স্বর্ণপদক পেয়ে ভারতকে গর্বিত করেছেন।



মীরাবাই চানুর পরিচিতি

মীরাবাই চানুর(Mirabai Chanu) পুরো নাম সাঁইখোম মীরাবাই চানু(Saikhom Mirabai Chanu)। সাইকোহন কৃতি মেইতি ও সাইকোহন উংবি টম্বি লিমার কন্যা হলেন মিরাবাই চানু। তিনি একটি মধ্যবিত্ত পরিবারের জন্মগ্রহণ করেন। বাবা সাইকোহন কৃতি মেইতি পিডব্লিউডি বিভাগে কাজ করেন, আর মা সাইকোহন উংবি টম্বি লিমা একজন গৃহিণী।


আরো পড়ুন:- রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী


সাঁইখোম মীরাবাই চানুর সংক্ষিপ্ত জীবনী (Saikhom Mirabai Chanu Short Biography In Bengali)


নাম মীরাবাই চানু
পুরো নাম সাঁইখোম মীরাবাই চানু
জন্ম ৮ই অগাস্ট ১৯৯৮ সালে, নাংপোক কাকিং, পূর্ব ইমফল, মনিপুর, ভারত
বয়স ২৮ বছর
বাবা ও মায়ের নাম সাইকোহন কৃতি মেইতি ও সাইকোহন উংবি টম্বি লিমা দেশ ভারত
পেশা খেলোয়ার
দেশ ভারত
ক্রীড়া ভারোত্তোলন
পুরস্কার ২০১৭ তে বিশ্ব ওয়েট লিফ্টিং চ্যাম্পিয়নশিপস স্বর্ণপদক জয় করেন, ২০১৭ সালে কমনওয়েলথ গেমে স্বর্ণপদক জয় করেন, ২০১৮ সালে কমনওয়েলথ গেমি স্বর্ণপদক জয় করেন, ২০২১ সালে এশিয়ান ওয়েটিলিফটিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় করেন, ২০২০ সালের টোকিও অলিম্পিকে তিনি রৌপদক জয় করেন।
ভারতীয় সম্মান রাজীব গান্ধী খেলরত্ন, পদ্মশ্রী সম্মানের সম্মানিত হয়েছেন।



সাঁইখোম মীরাবাই চানু জন্ম

৮ই অগাস্ট ১৯৯৮ সালে মণিপুরের একটি ছোট্ট গ্রাম নাংপোক কাকিং মীরাবাই চানু জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই বেশি ভারিস তুলতে তিনি আগ্রহী ছিলেন। মাত্র ১২ বছর বয়সী একটি বড় কাঠি টুকরো বাড়িতে নিয়ে আসেন তিনি। আর তারপরেই তার বাবা-মা বুঝতে পারেন তিনি সাধারণ মেয়ে নন, ঠিক তখন থেকেই শুরু হয় তার প্রশিক্ষণ।



মীরাবাই চানুর কর্মজীবন

ছোটবেলা থেকেই ভারোত্তোলনের প্রতি তিনি খুবই আগ্রহ ছিলেন, ভারোত্তোলন প্রশিক্ষণের মাধ্যম দিয়ে শুরু হয় তার কর্মজীবন। বর্তমানে তিনি একের পর এক স্বর্ণপদ আছে দেশের জন্য।

  • ২০১৬ সালে তিনিও অলিম্পিকে ৪৮ কেজি শ্রেণীতে যোগ্য হন, কিন্তু সেইবার তিনি দেশের জন্য কোন পদক আনতে ব্যর্থ হন।
  • ২০১৭ সালে  বিশ্ব ওয়েট লিফ্টিং চ্যাম্পিয়নশিপসয়ে তিনি স্বর্ণপদক জয় করেন, যেটি আমেরিকান যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছিল। আর এই স্বর্ণপদক জয়ের মাধ্যমে শুরু হয় তার সফলতার পথ চলা। তারপরে একের পর এক স্বর্ণপদক জয় করেন তিনি।
  • ২০১৭ সালে কমনওয়েলথ গেমে স্বর্ণপদক জয় করেন। যেটি অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হয়েছিল।
  • ২০২০ সালে টোকিও অলিম্পিকে তিনি রোপমত্র জয় করেন, ২০২ কেজি ওজন তুলে এইরকম মধ্য জয় করেন তিনি।



কোন কোন পুরস্কারে পুরস্কৃত হন মীরাবাই চানু

যেমন একের পর এক পদক জয় করেছে ভারতের জন্য, ঠিক তেমনি একের পর এক সম্মান পেয়েছেন তিনি। ভারত সরকারের কাছ থেকে তিনি রাজীব গান্ধী খেলরত্ন এবং পদ্মশ্রী পেয়েছেন। এছাড়া ২০১৮ সালে মনিপুর সরকার তাকে সম্বর্ধনা জানান এবং ২০ লক্ষ টাকা পুরস্কার দান করেন।



সাঁইখোম মীরাবাই চানুর জীবনী (Saikhom Mirabai Chanu  Biography In Bengali)। FAQ


1. মীরাবাই চানুর পুরো নাম কী?

সাঁইখোম মীরাবাই চানু

2. সাইখোম মীরাবাই চানু কত সালে জন্মগ্রহণ করেছিলেন।

৮ই অগাস্ট ১৯৯৮ সালে, নাংপোক কাকিং, পূর্ব ইমফল, মনিপুর, ভারত তিনি জন্মগ্রহণ করেন।

3. মীরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত।

ভারোত্তোলন

4. মীরাবাই চানুর প্রশিক্ষকের নাম কী?

কুঞ্জরানী দেবী

5. কত সালে অলিম্পিকে তিনি রৌপ্য পদক জয় করেছিলেন।

২০২০ সালের অলিম্পিকে, ৪৯ কেজি বিভাগে তিনি রৌপ পদক জয় করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ