Nirmala Mishra : প্রয়াত বিখ্যাত সংগীতশিল্পী নির্মলা মিশ্র, রয়ে গেলো তাঁর কন্ঠের জাদু

Nirmala Mishra Death:  প্রয়াত বিখ্যাত সংগীতশিল্পী নির্মলা মিশ্র,তার বয়স হয়েছিল ৮৪ বছর





Nirmala Mishra Death: বিখ্যাত সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র পৃথিবীর মোহ মায়া ত্যাগ করে আজীবনের জন্য পাড়ি দিলেন নক্ষত্রলোকের অজানা জগতে। শনিবার গভীর রাত ১২টা ৫ মিনিট নাগাদ দক্ষিণ কলকাতার চেতলায় নিজের বাড়িতেই তাঁর মৃত্যু হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। পরিবারে তাঁর স্বামী, পুত্র এবং পুত্রবধূ রয়েছেন।


আরো পড়ুন:-কে এই অচিন্ত্য শিউলি, অচিন্ত্য শিউলির সম্পূর্ণ জীবনী


শিল্পী নির্মলা মিশ্রের জন্ম ১৯৩৮ সালে, অধুনা দক্ষিণ ২৪ পরগনা জেলায়। তাঁর বাবা পণ্ডিত মোহিনীমোহন মিশ্র এবং মা ভবানীদেবী। বাবার চাকরিসূত্রেই তাঁদের কলকাতায় আসা। ষাটের দশকের শুরুর দিকে সঙ্গীত জগতে তাঁর প্রবেশ ঘটে। তাঁর বিখ্যাত সব গানগুলো হলো এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না, আমি তো তোমার হাসি কান্নার চিরদিনের সাথী, কাগজের ফুল বলে, ও তোতা পাখি রে, বলো তো আরশি তুমি... ইত্যাদি। এত বিখ্যাত গান গেয়েছেন যে তার তালিকা শেষ করা যাবেনা।


পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৫ সালে তাঁর সেরিব্রাল অ্যাটাক হয়। তার পর থেকেই শরীরের একটা পাশে পক্ষাঘাত। তখন থেকেই তিনি সম্পূর্ণ ভাবে বিছানায় জীবন কাটিয়েছেন। ২০১৮ থেকে ২০২২ সাল এই চার বছর হাসপাতাল আর বাড়ি এই দুইই স্থানে নির্মলা দেবী জীবন অতিবাহিত করেন। তিনি এর পূর্বেও বেশ কয়েকবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। এদিন তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায়ও ভুগছিলেন। তারপর নক্ষত্রলোকে গমন। রবিবার সকাল ১০টা নাগাদ তাঁর দেহ রবীন্দ্রসদনে নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে। তাঁর অকাল প্রয়াণে শোকাহত হাজার হাজার সংগীত প্রেমী বাঙালি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ