Today Covid Update: করোনা'র বাড়বাড়ন্ত, তবে কি তৃতীয় ঢেউয়ের হাতছানি? চিন্তায় বিশেষজ্ঞরা, পড়ুন বিস্তারিত প্রতিবেদন

 

Today covid cases in India


West Bangal Covid Update: করোনার দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহ পরিস্থিতি এখনও বহু মানুষের মনে আতঙ্কের ভয়ঙ্কর প্রতিচ্ছবি স্পষ্ট করে রেখেছে। এরই মধ্যে আবার তৃতীয় ঢেউয়ের ভয়াবহতা আসছে হয়তো। তার বিষাক্ত গন্ধ ভারতের আকাশে বাতাসে নয়, ভারতের হাসপাতাল গুলোতে লক্ষ্য করা যাচ্ছে। টানা তিন দিন ধরে দেশে দৈনিক সংক্রমণ রয়েছে কুড়ি হাজারের উপরেই। শুক্রবার দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল ২০,০৩৮ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট কোভিড আক্রান্তের সংখ্যা ২০,০৪৪ জন।



রাজ্যের হিসাবে যদি পর্যবেক্ষণ করা যায়, তাহলে পরিসংখ্যান বলছে রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি দৈনন্দিন কোভিড সংক্রমণ ঘটছে পশ্চিমবঙ্গে। এরপর রয়েছে কেরালা ও মহারাষ্ট্রের মতো রাজ্যসমূহ। পশ্চিমবঙ্গে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা গড়ে ৩,০৬৭ জন। কেরালাতে দৈনিক সংক্রমণ ৩,০০০ এর কাছাকাছি। এরপরে রয়েছে মহারাষ্ট্র (২,৩৭১), তামিলনাড়ু (২,৩১২) ও ওড়িশা (১,০৪৩) প্রভৃতি রাজ্যসমূহ।

আরো পড়ুন: - গুজরাটে ভয়াবহ বন্যার পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত কয়েক লক্ষ মানুষ


ইতিমধ্যেই সরকারের তরফ থেকে গত ১৫ জুলাই থেকে ফ্রীতে করোনা ভ্যাকসিনের তৃতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। পূর্বে ঘোষণা করা হয় তৃতীয় ডোজ প্রাইভেট হসপিটালে নিতে হবে। কিন্তু পরে দেশবাসীর অনিচ্ছা এবং আসন্ন করোনার ঢেউ সামলাতে সরকার ফ্রী ভ্যাকসিনের ঘোষণা করে।


আরো পড়ুন: -
আবারো নিম্নচাপ সাগরে! কেমন থাকবে আজকেরআবহাওয়া



করোনার নতুন কোনো একটি স্ট্রেনের কারনেই আবার এই বাড়বাড়ন্ত বলে মনে করেন বিজ্ঞানী মহল। এই নতুন স্ট্রেন বেশ ভাবাচ্ছে বিজ্ঞানীদের। দেশে মৃতের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় মোট ৫৬ জন মারা গেছেন এই ভাইরাসের প্রভাবে। যদিও সুস্থতার হারও বিপুল। এখনও পর্যন্ত দেশে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৩০ লক্ষ ৬৩ হাজার ৬৫১ জন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৪৮ শতাংশ। দেশ জুড়ে এখনও পর্যন্ত ১৯৯ কোটি ৭১ লক্ষ ৬১ হাজার ৪৩৮ টিকাকরণ হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ