Virat Kohli Update: কোহলির পাশে পড়শি দেশের অধিনায়ক, কোহলি'কে কি বললো দেখুন


Virat Kohli Update Today


একসময় বিশ্ব ক্রিকেটে রান মেশিন নামে পরিচিত ছিলেন তিনি। পরিচিত আছেন "চেজ মাস্টার" নামেও। ক্রিকেটের বাইশ গজে নামলেই বোলারদের আতঙ্ক হয়ে উঠতেন। শচীনের একশত সেঞ্চুরির রেকর্ড হয়তো ভেঙে দিতে পারেন তিনি। এমনই অসংখ্য আশা ভরসা জাগিয়ে তুলেছিলেন ভারতীয় ক্রিকেটের এক অন্যতম স্তম্ভ বিরাট কোহলি।



কিন্তু গত এক বছরেরও বেশি সময় ধরে তার ব্যাটে রানের খরা চলছে। যে বিরাট কোহলি সেঞ্চুরির পর সেঞ্চুরি করে গেছেন একসময়, তার ব্যাটে গত সতেরো আঠারো মাস ধরে একটাও সেঞ্চুরি নাই। এদিকে বিভিন্ন ভাবে আউট হচ্ছেন অল্প রানেই। তাই বহু ক্রিকেটের সমর্থক তাঁর উপর ক্ষিপ্ত হয়েছেন। দল থেকে বাদ দেওয়ার কথাও বলা হয়েছে। কিন্তু এখনও বহু সমর্থক তাঁর পাশে থেকেছেন। তার সমালোচকদের তুলনায় তাঁর সমর্থকদের সংখ্যা বেশি। এই লাইনে নতুন সংযোজন ভারতের প্রতিবেশী দেশের অধিনায়ক বাবর আজম। পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক তথা অন্যতম ব্যাটার বাবর আজম, বিরাট কোহলির সঙ্গে তার ছবি দিয়ে ট্যুইট করেন এদিন। সঙ্গে কিছু শব্দও জুড়ে দেন। বাবর লেখেন, "এই সময়টাও এক দিন ঠিক কেটে যাবে। শক্ত থাকো বিরাট কোহলী।"





দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের জন্য ক্রিকেট এতটা হয় না দুই দেশের মধ্যে। কিন্তু বিভিন্ন আইসিসি টুর্নামেন্টে ভারত-পাকিস্থান মুখোমুখি হলে দেখা হয় দুই বন্ধুর। গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপে দুজনের দেখা হয়। সেখানেই তোলা একটি ছবি এদিন ট্যুইট করেন তিনি।

আরো পড়ুন:- CWG 2022 India Medals List Bangali: বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ভারতের স্থান এবং পদক তালিকা দেখে নিন


যদিও আন্তর্জাতিক ক্রিকেটে প্রায়শই বাবর আজমকে, বিরাট কোহলির সঙ্গে তুলনা করা হয়। কিন্তু বাবর নিজে বলেন তিনি বিরাট কোহলিকে তাঁর অনুপ্রেরণা মনে করেন। বিরাটের থেকেই অনুপ্রাণিত হয়ে তিনি ক্রিকেটে আসেন। সেদিক থেকে দেখলে শিষ্য বাবর কিন্তু রানের মধ্যে রয়েছেন। বরং বিরাট কোহলির পূর্ববর্তী কিছু রেকর্ড ইতিমধ্যেই ভেঙে ফেলেছেন বাবর। এখন দেখার কোহলি কবে ফেরেন তাঁর অতীতের বিধ্বংসী ফর্মে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ