Achinta Sheuli Biography In Bengali: অচিন্ত্য শাউলী কমনওয়েলথ গেম ২০২২ সোনা জয়লাভ করেন, কে এই অচিন্ত্য শাউলী, অচিন্ত্য শিউলির সম্পূর্ণ জীবনী দেখুন
চলতি কমনওয়েলথ গেমসে(commonwealth games 2022) পশ্চিমবঙ্গের হাওড়ার যুবক অচিন্ত্য শিউলির(Achinta Sheuli) রেকর্ড করা স্বর্ণপদক জয় কমনওয়েলথের অ্যাথলিট বিভাগে বাংলার প্রথম স্বর্ণপদক জয়।
প্রিয় পাঠক এই পোস্টটির মাধ্যমে আপনি জানতে পারবেন কে এই অচিন্ত্য শিউলি, অচিন্ত্য শিউলির সম্পূর্ণ জীবনী(Achinta Sheuli Biography In Bengali), কিভাবে ভারোত্তোলনে এলেন তিনি সম্পূর্ণটাই।
অচিন্ত্য শিউলির জন্ম : (Achinta Sheuli Biography)
২৪ নভেম্বর, ২০০১ তারিখে হাওড়ার দেউলপুর গ্রামে জন্মগ্রহণ করেন অচিন্ত্য শিউলি। বাবা পেশায় ভ্যান চালক। মা গৃহিণী। অচিন্ত্যরা দুই ভাই। বড়ভাই অলোক শিউলি। অচিন্ত্য ছোট।
আরো পড়ুন:- CWG 2022 India Medals List Bangali: বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ভারতের স্থান এবং পদক তালিকা দেখে নিন
অচিন্ত্য শিউলির সংক্ষিপ্ত জীবনী (Achinta Sheuli Short Biography In Bengali)
নাম | অচিন্ত্য শিউলি |
জন্ম | ২৪ নভেম্বর, ২০০১ তারিখে হাওড়া জেলার অন্তর্গত দেউলপুর গ্রামে জন্মগ্রহণ করেন অচিন্ত্য শিউলি। |
বয়স | ২১ |
বাবা ও মায়ের নাম | জগৎ শিউলি ও পূর্ণিমা শিউলি। |
দাদার নাম | আলোক শিউলি |
দেশ | ভারত |
পেশা | খেলোয়ার |
ক্রীড়া | ভারোত্তোলন |
পুরস্কার | ২০২২ বার্মিংহাম কমনওয়েলথ গেমসে সোনা জয়। |
আরো পড়ুন:-সাঁইখোম মীরাবাঈ চানুর সম্পূর্ণ জীবনী
ভারোত্তোলনে পাঠ ও সংগ্রামী জীবন :
অচিন্ত্যের দাদা অলোক শিউলি ভারোত্তোলনের প্রশিক্ষণ নিতেন এলাকার একজন কোচ অষ্টম দাসের কাছে। দাদার সৌজন্যেই প্রথম কোচের সংস্পর্শে আসেন অচিন্ত্য। কিছু দিন পর অচিন্ত্যের বয়স যখন ১১ তখন তার পিতা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এই মর্মান্তিক ঘটনা একপ্রকার বাধা হয়ে দাঁড়ায় তাঁর অনুশীলনে। তথাপিও কঠোর সংগ্রাম শুরু করেন। জীবনের কঠিন পরিস্থিতির সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করেন অচিন্ত্য।
পারিবারিক অর্থনৈতিক টানাপোড়েনের ফলে বাবার শেষকৃত্যও ধারদেনা করে করতে হয়েছে। সংসার চালাতে দুই ভাই মায়ের সঙ্গে জরির কাজ করতেন। ভারোত্তোলনে উন্নতির জন্য পুষ্টিকর খাদ্য প্রয়োজন। সেই উদ্দেশ্যে ধান বস্তা বইতেন অচিন্ত্য। যাতে সন্ধ্যে বেলা এক প্লেট ঘুগনি আর একটি সেদ্ধ ডিম খেতে পারেন। কোচের সহযোগিতায় রাজ্য ভিত্তিক এবং জাতীয় শিবিরে গেছেন বহুবার। প্রথমবার জাতীয় শিবিরে গিয়ে ৭০০ টাকা পেয়েছিলেন। এই টাকা তার কাছে ছিল অনেক মূল্যের।
অচিন্ত্য শিউলির কর্মজীবন
ইয়ুথ ন্যাশনালে ৫০ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন অচিন্ত্য। তারপরেই কোচ অষ্টম দাস অচিন্ত্য শিউলি সহ কিছুজন ছাত্রছাত্রীদের পুনে নিয়ে যান। সেনাবাহিনীর ট্রায়ালের জন্য। জীবনের পট পরিবর্তন শুরু হয় ভারতের আর্মিতে যোগদানের পর। পুণে তে সেনাবাহিনীর স্পোর্টস ইনস্টিটিউটে সুযোগ পাওয়ার পর প্রস্তুতির পর্যাপ্ত পরিসর পেয়েছিল সোনাজয়ী অচিন্ত্য। আর্মি স্কুলে পড়াশোনার সুযোগও পেয়েছিল
২০২২ বার্মিংহাম কমনওয়েলথ গেমসে সোনা জয় অচিন্ত্যের এক অবিস্মরণীয় কীর্তি। হাওড়ার এক গ্রাম থেকে বার্মিংহামে পৌঁছানোর লড়াইটা খুব সহজ ছিল না। কিন্তু অচিন্ত্য জীবনের সব বাধা জয় করে এগিয়ে যেতে শিখে গেছিল সেই ১১ বছর বয়সেই। তাকে আর আটকায় কে। তাঁর সোনা জয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের বেশকিছু জন নেতা মন্ত্রী ট্যুইট করে প্রশংসা এবং অভিনন্দন জানিয়েছেন।
২০২২ বার্মিংহাম কমনওয়েলথ গেমসে সোনা জয় অচিন্ত্যের এক অবিস্মরণীয় কীর্তি। হাওড়ার এক গ্রাম থেকে বার্মিংহামে পৌঁছানোর লড়াইটা খুব সহজ ছিল না। কিন্তু অচিন্ত্য জীবনের সব বাধা জয় করে এগিয়ে যেতে শিখে গেছিল সেই ১১ বছর বয়সেই। তাকে আর আটকায় কে। তাঁর সোনা জয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের বেশকিছু জন নেতা মন্ত্রী ট্যুইট করে প্রশংসা এবং অভিনন্দন জানিয়েছেন।
অচিন্ত্য শিউলির বয়স, পরিবার, সম্পূর্ণ জীবনী | Achinta Sheuli Biography In Bengali
- FAQ
1. অচিন্ত্য শাউলীর কোন জেলার ছেলে।
পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার অন্তর্গত দেউলপুর গ্রামে জন্মগ্রহণ করেন অচিন্ত্য শিউলি।
2. অচিন্ত্য শাওলী কোন খেলার সঙ্গে যুক্ত।
ভারোত্তোলন
3. অচিন্ত্য শাওলি কত সালে জন্মগ্রহণ করেন।
২৪ নভেম্বর, ২০০১ তারিখে হাওড়া জেলার অন্তর্গত দেউলপুর গ্রামে জন্মগ্রহণ করেন অচিন্ত্য শিউলি।
4. অচিন্ত্য শাওলির বাবা ও মায়ের নাম কী।
জগৎ শিউলি ও পূর্ণিমা শিউলি।
5. কমনওয়েলথ গেমে কত সালে অচিন্ত্য শাউড়ি সোনা জিতে।
2022 সালে
পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার অন্তর্গত দেউলপুর গ্রামে জন্মগ্রহণ করেন অচিন্ত্য শিউলি।
2. অচিন্ত্য শাওলী কোন খেলার সঙ্গে যুক্ত।
ভারোত্তোলন
3. অচিন্ত্য শাওলি কত সালে জন্মগ্রহণ করেন।
২৪ নভেম্বর, ২০০১ তারিখে হাওড়া জেলার অন্তর্গত দেউলপুর গ্রামে জন্মগ্রহণ করেন অচিন্ত্য শিউলি।
4. অচিন্ত্য শাওলির বাবা ও মায়ের নাম কী।
জগৎ শিউলি ও পূর্ণিমা শিউলি।
5. কমনওয়েলথ গেমে কত সালে অচিন্ত্য শাউড়ি সোনা জিতে।
2022 সালে
0 মন্তব্যসমূহ