Birbhum Bus Accident: বীরভূমে অটোর সঙ্গে সরকারি বাসে মুখোমুখি সংঘাতের ফলে মৃত্যু হয় ৯ জন অটো যাত্রী। এদের মধ্যে ৮ মহিলা যাত্রী ছিলেন
![]() |
বীরভূমে অটোর সঙ্গে সরকারি বাসে মুখোমুখি সংঘাত, মৃত্যু হয় ৯ জন অটো যাত্রী |
রানীগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কের কাছে এক ভয়াবহ পথ দূর্ঘটনায় প্রত্যক্ষদর্শীরা হতচকিত।এই মর্মান্তিক পথ দূর্ঘটনায় আপাতত খবর যে, কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। এদিন বিকেলের দিকে বীরভূমের এক সরকারি বাসের সঙ্গে একটি অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাটির কেন্দ্রস্থল রামপুরহাট থানার তেলডা গ্রামের কাছে জাতীয় সড়কে।
দূর্ঘটনার সংবাদ পেয়েই অতি শীঘ্রই ঘটনাস্থলে পুলিশ পৌছায়। দূর্ঘটনাগ্ৰস্থদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় স্থানীয় এলাকার লোকজনের সহযোগিতায়। যেখানে জানা যায়, নয় জন ঘটনাস্থলেই মারা গেছেন। বাকিদের চিকিৎসা চলছে। বহু মানুষ গভীর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বলে জানা গেছে।
0 মন্তব্যসমূহ