মহারাষ্ট্রের উলট পুরাণ বিহারে, পতন বিহারের বিজেপির জোট সরকারের

Bihar Politics News: বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ, এই বার হচ্ছেন বিহারের নতুন মুখ্যমন্ত্রী





বিভিন্ন ইস্যুতে গত কয়েক মাস ধরেই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন নীতীশ কুমার। জল্পনার শুরু সেই মাসখানেক আগে থেকেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা নীতি আয়োগের বৈঠকেও যোগ দেননি তিনি। একদা নীতীশ ঘনিষ্ঠ বলে পরিচিত আরসিপি সিংকে নিয়ে বিজেপির সঙ্গে বিহারের মুখ্যমন্ত্রীর দূরত্ব বাড়ে। নীতীশের বারণ সত্ত্বেও তাঁকে কেন্দ্রীয় মন্ত্রী করে বিজেপি।


এই ঘটনার পরে সাম্প্রতিক রাজনৈতিক ডামাডোলের মধ্যে রাজনৈতিক মহল প্রায় একপ্রকার নিশ্চিত হয়ে গেছিল যে, এনডিএ জোটের আরও এক শরীক দল জোট ছাড়তে চলেছে। সেই জল্পনার অবসান ঘটিয়ে এদিন বিকেলের দিকে রাজ্যপালের সঙ্গে সাক্ষাত করার সময় চেয়েছেন বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী।


বিহারে নতুন সরকার এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। পাটনার মনসদে বসতে চলেছে নীতীশের জেডিইউ এবং লালুপ্রসাদ যাদবের দল আরজেডি এর মহাজোট। যদিও বাইরে থেকে এই জোটকে সমর্থন দেবে কংগ্রেসের এবং সিপিআইএমের বিধায়কগণ। একজন নির্দল প্রার্থীও তার সমর্থন দেবে বলে আপাতত জানা গেছে।

 জল্পনা মতো বিকেলে রাজ্যপালের বাসভবনে গিয়ে ইস্তফাপত্র জমা দেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। যদিও আপাতত রাজনৈতিক মহলের ধারণা, এই নতুন মহাজোটের নেতাও কিন্তু নীতীশই হবার সম্ভাবনা বেশি। আগামীদিনে পাটনার রাজনৈতিক সমীকরণ কোন দিকে যাচ্ছে তার পথ চেয়ে আছে গোটা দেশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ