Radha Ashtami 2023: বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ২০২৩ সালের রাধাষ্টমী কবে, রাধার জন্মের কাহিনী কী হয়তো আপনি যদি না জানেন..
Radha Ashtami 2023: বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ২০২৩ সালের জন্মাষ্টমী ১৫ দিন পরেই ২০২৩ সালের রাধাষ্টমী। ২০২৩ সালে রাধাষ্টমী তিথিটি পড়েছে ২৩ শে সেপ্টেম্বর।
প্রিয় পাঠক Khabordinrat -এই প্রতিবেদনে আপনারা জানতে পারবেন ২০২৩ সালের রাধাষ্টমীর সময়সূচী, ব্রত পালনের সম্পূর্ণ পদ্ধতি, রাধার জন্মের ইতিহাস আরো অনেক কিছুই।
আরো পড়ুন: ২০২৩ সালের শিবরাত্রি সময়সূচী
হিন্দুধর্মে ভগবান শ্রীকৃষ্ণের নাম উচ্চারিত হলেই সঙ্গে সহধর্মিণী রাধার নাম উচ্চারিত হয়। রাধা হিন্দুদের এক অতি গুরুত্বপূর্ণ দেবী। হিন্দুধর্মে কৃষ্ণের জন্মদিন অর্থাৎ জন্মাষ্টমী পালনের পাশাপাশি দেবী রাধার জন্মদিন তথা রাধাষ্টমীও পালন করা হয়। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে দেবী রাধার জন্ম হয়েছিল। হিন্দু সমাজে এইদিন রাধাষ্টমী রূপে পালিত হয়।
2023 সালের রাধাষ্টমী সময়সূচী
২০২৩ সালের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী অষ্টমী তিথি শুরু হচ্ছে ২২ সেপ্টেম্বর দুপুর ১ টা বেজে ৩৪ মিনিটে এবং অষ্টমী তিথি শেষ হচ্ছে ২৩ ই সেপ্টেম্বর দুপুর ১২ টা বেজে ১৭ মিনিটে। সাধারণত শ্রীকৃষ্ণের জন্মের অর্থাৎ জন্মাষ্টমীর ১৫ দিন পরেই রাধা অষ্টমী পালন করা হয়। সেক্ষেত্রে সারা ভারতবর্ষব্যাপী ২৩ সেপ্টেম্বর রাধা অষ্টমী পালন করা হবে।
আরো পড়ুন:- শিক্ষক দিবস কেন পালিত হয়, শিক্ষক দিবসের তাৎপর্য
রাধার জন্ম ইতিহাস
বিভিন্ন শাস্ত্রগ্রন্থ মতে, ভগবান কৃষ্ণের জন্মের ১৫ দিন পর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মথুরা নিবাসী রাজা বৃষভানু এবং তাঁর পত্নী কীর্তিদা স্বর্ণ পদ্মফুলের উপর রাধাকে পেয়েছিলেন। এই নিয়ে দুইটি কাহিনী প্রচলিত রয়েছে।
প্রথম কাহিনী হল: রাজা বৃষভানু একদিন স্নানের জন্য নদীতে গেছিলেন। সেখানে জলে নামতেই সম্মুখে প্রস্ফুটিত স্বর্ণ পদ্মে তিনি উজ্জ্বল আভা দেখতে পান। যেখানে ছোট্ট রাধা খেলছিল এবং খিল খিল করে হাঁসছিল। সেখান থেকে স্ব যত্নে তিনি রাধাকে বাড়ী নিয়ে আসেন।
দ্বিতীয় কাহিনী হল : পদ্মপুরাণে রাধাকৃষ্ণের জন্ম বৃত্তান্তের বিস্তৃত বিবরণ মেলে। সুপ্রাচীন কালে সূর্যদেব একবার পৃথিবী ভ্রমণে এসেছিলেন। তিনি পৃথিবীর রূপ, রস, সৌন্দর্য দেখে প্রবলভাবে আকৃষ্ট হয়ে পড়েছিলেন পৃথিবীর প্রতি। তিনি পৃথিবীতে থেকে যেতে চাইছিলেন। তিনি মন্দার পর্বতের গুহায় সারাজীবন ধ্যান করেই কাটিয়ে দিতে চান। কিন্তু সূর্য গুহায় ধ্যানমগ্ন থাকায় তাঁর অনুপস্থিতিতে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে ওঠে। মানুষ অতিষ্ঠ হয়ে উঠছিল আলোর জন্য। তখন স্বর্গের দেবতারা মনুষ্য জাতিকে বাঁচিয়ে রাখতে ভগবান বিষ্ণুর সম্মুখীন হন। বিষ্ণু মন্দার পর্বতের গুহায় সূর্যের সামনে দেখা দেন। তখন সূর্য অনুরোধ করেন যে,তিনি পৃথিবীতে জন্ম নিতে চান এবং তার এক কন্যা সন্তান যেন থাকে পৃথিবীতে। যে কন্যাই একমাত্র বিষ্ণুকে চিরকাল বশীভূত করে রাখতে পারবে। তখন বিষ্ণু আশীর্বাদ দেন, এই পৃথিবী দূষিত এবং পাপে মগ্ন হয়ে উঠেছে। এর বিলুপ্তি করে নতুন যুগের সূচনা করতে হবে। তাই স্বয়ং ভগবান বিষ্ণু, কৃষ্ণ রূপে নন্দালয়ে জন্ম নেবেন এবং সূর্যদেব মথুরাতে বৃষ ভানু নামে জন্ম নেবেন। তার কন্যা রূপে জন্ম নেবেন মা লক্ষ্মী। সেই জন্মে তার নাম হবে রাধা। যার প্রেমে পাগল থাকবেন কৃষ্ণ। অর্থাৎ তার বশীভূত থাকবেন।
রাধাষ্টমী ব্রত পালনের পদ্ধতি
রাধাষ্টমীর দিন ভোরে উঠে স্নান সেরে পরিষ্কার কাপড় পরিধান করুন। পুজোর স্থানে চৌকি বা ছোট টেবিলের উপর লাল কাপড় বিছিয়ে তার উপর রাধারানীর মূর্তি স্থাপন করবেন। রাধার মূর্তিকে পঞ্চামৃত এবং পবিত্র গঙ্গাজল দিয়ে স্নান করান। নতুন পোশাক এবং গয়না দিয়ে মূর্তি সুসজ্জিত করুন। সিঁদুর, চাল, ফুল, ফল নিবেদন করুন। প্রদীপ জ্বালান। শঙ্খ বাজান। বিধি মেনে পুজো করুন। রাধা চালিশা পাঠ করুন। ব্রতকথা পড়ুন।
সমগ্ৰ ভারতবর্ষ জুড়েই রাধাষ্টমি
মহাসমারোহে পালিত হয়। উত্তরপ্রদেশের মথুরা, বৃন্দাবন এবং গুজরাটের দ্বারকাতে উৎসব অনুষ্ঠান হয়। পশ্চিমবঙ্গের নবদ্বীপ এবং মায়াপুরে ধুমধাম করে পালিত হয়। ঘরের বধূরা রাধাষ্টমি বার করেন এবং উপবাস করে রাধারানীর পুজো করেন।
আরো পড়ুন:- বাবা-মায়ের রক্তের গ্রুপ এক হলে সন্তানের কি সমস্যা হবে
রাধাষ্টমী পালনের তাৎপর্য
রাধা কৃষ্ণকে ভালোবাসার প্রতীক বলা হয়। রাধার পুজো ব্যতীত কৃষ্ণ পুজো সম্ভব নয়। তাই জন্মাষ্টমী এবং রাধাষ্টমী উভয় ক্ষেত্রেই কৃষ্ণরাধার পুজো একসঙ্গে হয়। নব বিবাহিত দম্পতিরা রাধাষ্টমী পালন করলে জীবনে সুখের সঞ্চার ঘটে। সৌভাগ্য ফেরে।
Radha Ashtami 2023: ২০২৩ সালে রাধাষ্টমী সময়সূচী, ব্রত পালনের পদ্ধতি | রাধার জন্মের কাহিনী
- FAQ
1. ২০২৩ সালে রাধাষ্টমী কবে পালিত হবে।
২০২৩ সালে রাধাষ্টমী ২৩ শে সেপ্টেম্বর পালিত হবে।
2. জন্মাষ্টমী কত দিন পর রাধাষ্টমী পালিত হয়।
জন্মাষ্টমী ১৫ দিন পর রাধা অষ্টমী পালন করা হয়
3. কৃষ্ণ রাধার সম্পর্কে কে হন।
কৃষ্ণের মামীমা হলেন রাধা।
0 মন্তব্যসমূহ