শিক্ষক দিবস: সারা ভারতব্যাপী ৫ই সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। শিক্ষক দিবসের তাৎপর্য এবং শিক্ষক দিবসের ইতিহাস অনেকেই হয়তো জানেন না
শিক্ষক দিবসের তাৎপর্য | শিক্ষক দিবস বা Teacher's Day কেন পালন করা হয়
শিক্ষক দিবস/Teacher's Day:-
গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর,
গুরুদেব পরমব্রহ্ম তস্মৈ শ্রীগুরুবে নমঃ।।
এই জগৎ সংসারে প্রতিটি মানুষকে সঠিক ও সুন্দরভাবে গড়ে তোলার জন্য শিক্ষকের ভূমিকা অতুলনীয়। সেই কারণেই প্রতিটি শিক্ষার্থীর জীবনে বাবা-মার থেকেও শিক্ষককে উচ্চস্থানে বসানো হয়, তাদের সবথেকে বেশি সম্মান দেয়া হয়। তাই প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর দিনটিকে আমরা শিক্ষক দিবস/Teacher's Day হিসেবে পালন করে থাকি।
প্রিয় পাঠক Khabordinrat এর আজকের এই প্রতিবেদনে জানতে পারবেন শিক্ষক দিবসে তাৎপর্য এবং শিক্ষক দিবস/Teacher's Day সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি তথ্য। তাই প্রতিবেদনটি সম্পূর্ণভাবে পাঠ করার অনুরোধ রইলো।
ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন সংক্ষিপ্ত জীবনী (Short Biography of Dr Sarvepalli Radhakrishnan in Bengali)
নাম | ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ(Dr Sarvepalli Radhakrishnan) |
জন্ম | ৫ সেপ্টেম্বর ১৮৮৮ সালে |
পিতা মাতা | সর্বপল্লী বীরাস্বামী(পিতা), সিতাম্মা(মাতা) |
জীবনসঙ্গিনী | শিবকামি দেবী |
পেশা | শিক্ষক, দার্শনিক, লেখক |
সন্তান | পাঁচ জন মেয়ে এবং একজন ছেলে |
ভারতের উপরাষ্ট্রপতি | ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হয়েছিলেন তিনি ১৩ মে ১৯৫২ থেকে ১৩ মে ১৯৬২। |
ভারতের রাষ্ট্রপতি | ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি ১৩ মে ১৯৬২ সালে। |
উল্লেখযোগ্য সম্মান | ভারতরত্ন (১৯৫৪ সালে), নাইট উপাধিতে ভূষিত হন (১৯৩১ সালে), সাহিত্য একাডেমী পুরস্কার (১৯৬৮) |
রাজনৈতিক দল | স্বাধীন |
মৃত্যু | ১৭ ই এপ্রিল ১৯৭৫ সালে তিনি পরলোক গমন করেন। |
আরো পড়ুন: ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর সম্পূর্ণ জীবনী
শিক্ষক দিবসের তাৎপর্য
ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকিশনের জন্মদিন ৫ই সেপ্টেম্বর। আর আমরা ভারতীয়রা ডঃ সর্বপল্লী রাধাকিশনকে সম্মান জানিয়ে ৫ই সেপ্টেম্বর দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করি এবং শিক্ষকদের সম্মান জ্ঞাপন করে তাদের কাছ থেকে আশীর্বাদ নেই।
ভারতে শিক্ষক দিবসের ইতিহাস
আমরা প্রায় সবাই জানি ৫ ই সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়, কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না কেন এই দিনটিকেই শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। ভারতে এই দিনটির ইতিহাস জানতে হলে সবার আগে জানতে হবে ডঃ সর্বপল্লী রাধাকিশানকে। কে ছিলেন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ? ইনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। বিভিন্ন বই এবং ভারতের ইতিহাস থেকে জানা যায় ১৯৬২ সালে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণ ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হন। তার কয়েকজন ছাত্রছাত্রী তার জন্মদিন থেকে পালন করার জন্য খুবই উৎসুক হয়ে ওঠেন।
সেই সময় সর্বপল্লী রাধাকৃষ্ণণ জানিয়েছিলেন ৫ ই সেপ্টেম্বর তার জন্মদিনটিকে ভারতের প্রতিটি শিক্ষকের জন্য পালন করা হলে তিনি অনেক বেশি গর্ববোধ করবেন।
ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণের এই ঘোষণার পরেই ৫ই সেপ্টেম্বর দিনটিকে ভারতে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। যদিও বিশ্বব্যাপী ৫ই অক্টোবর দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়।
আরো পড়ুন:- রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পূর্ণ জীবনী
ভারতে শিক্ষক দিবস কবে পালিত হয়?
ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর জন্মদিন ৫ই সেপ্টেম্বর দিনটিকে সারা ভারতব্যাপী শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়।
কোন দেশে কবে পালন করা হয় শিক্ষক দিবস
বিশ্বের প্রায় প্রতিটি দেশেই শিক্ষক দিবস পালন করা হয়, তবে প্রতিটি দেশে একটি নির্দিষ্ট দিন শিক্ষক দিবস পালন করা হয় এমনটা নয়। ভারতবর্ষে পাঁচ ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হলেও অধিকাংশ দেশি ৫ই অক্টোবর শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়।
- চীন: ১০ই সেপ্টেম্বর দিনটিকে চীনের শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়।
- ভুটান: ২ মে ভুটানে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। মূলত ভুটানের তৃতীয় রাজার জন্মদিনটিতে শিক্ষক দিবস হিসেবে পালন করেন তারা।
- অস্ট্রেলিয়া: এখানে অক্টোবর মাসের শেষ শুক্রবার দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। শেষ শুক্রবার যদি ৩১শে অক্টোবর হয় তাহলে ৭ই নভেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়।
- আর্জেন্টিনা: এই দেশে ১১ই সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়।
- মার্কিন যুক্তরাষ্ট্র: আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রথম ১৯৮০ সালের ৭ মার্চ দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। যদিও তা পরে পরিবর্তন করে মে মাসের প্রথম মঙ্গলবার দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়।
- থাইল্যান্ড: এইডিসি ১৬ই জানুয়ারি দিনটিকে প্রতিবছর শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়।
- স্পেন: এই দেশে ২৭ শে নভেম্বর দিনটিকে প্রতিবছর শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়।
- দক্ষিণ কোরিয়া: এই দেশে ১৫ মে তারিখটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়।
আরো পড়ুন: প্রেগনেন্সি টেস্ট এর সঠিক পদ্ধতি, পিরিয়ড মিসের কতদিন পরে পরীক্ষা করতে হয়
শিক্ষক দিবসের তাৎপর্য | শিক্ষক দিবস বা Teacher's day কেন পালন করা হয়
- FAQ
1. আন্তর্জাতিক শিক্ষা দিবস কবে পালন করা হয়।
৫ ই অক্টোবর দিনটিকে আন্তর্জাতিক শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়।
2. ভারতী শিক্ষক দিবস হিসেবে কোন দিনটিকে পালন করা হয়।
ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর জন্মদিন ৫ সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়।
3. ডঃ সর্বপল্লী রাধাকিশন কে ছিলেন?
ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি।
4. আমেরিকা যুক্তরাষ্ট্রী কোন দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়।
আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রথম ১৯৮০ সালের ৭ মার্চ দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। যদিও তা পরে পরিবর্তন করে মে মাসের প্রথম মঙ্গলবার দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়।
5. ডঃ সর্বপল্লী রাধাকিশন কত সালে জন্মগ্রহণ করেন।
ভারতের এই মহান সন্তান জন্মগ্রহণ করেন তামিলনাডুর তিরুট্টানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে ৫ সেপ্টেম্বর, ১৮৮৮ সালে। তার পিতার নাম সর্বপল্লী বিরাস্বামী। যিনি ওখানকার স্থানীয় জমিদারের কাছে সহকারী রেভিনিউ অফিসার হিসেবে কাজ করতেন। তাঁর মাতার নাম সীতা।
0 মন্তব্যসমূহ