Weather Report Today: এক নিম্নচাপের(low pressure) প্রভাবে ইতিমধ্যে প্রবল বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের(South Bengal) একাধিক জেলায়, আবহাওয়া দপ্তর জানাচ্ছে এক নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই আবারো একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ফলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঢুকতে চলেছে বাংলা। একটানা এই বৃষ্টির পরিস্থিতি বজায় থাকলে বন্যার পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস(Weather Report) অনুযায়ী আজ কলকাতার বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে যে কারণে নিচু এলাকাগুলি প্লাবনের সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অঞ্চলে সেইসঙ্গে এই জেলাগুলিতে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়ো হওয়া বইতে পারে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার বিস্তীর্ণ অঞ্চলে। সেই সঙ্গে আবারো যে নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে ১৮ এবং ১৯ এ সেপ্টেম্বর নাগাদ তার জেরে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে পরবর্তি ২৪ ঘন্টায় অর্থাৎ ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার বজ্রবিদ্যুৎ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বর্ধমান বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া জেলার বিস্তীর্ণ অঞ্চলে।
অন্যদিকে উত্তরবঙ্গে বন্যার পরিস্থিতি বা অতিবাহিত বৃষ্টির পরিস্থিতি না থাকলেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়।
বর্তমান তৈরি হওয়া নিম্নচাপের জেরে সমুদ্র উপকূলবর্তী এলাকা গুলিতে প্রবল জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। যে কারণে ইতিমধ্যেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে উপকূলবর্তী এলাকা গুলিতে এবং মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর।
0 মন্তব্যসমূহ