Weather Update Today: পুজোতেও নিম্নচাপের সতর্কতা! দক্ষিণবঙ্গে আজ এই জেলাগুলিতে ভারী বৃষ্টি

Weather Update Today: আবারো একটি নিম্নচাপ(Low Pressure) তৈরি হচ্ছে সাগরে, আবহাওয়া দপ্তরের খবর(Weather Office) অনুযায়ী আবারো ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। আজ কেমন থাকবে বাংলার আবহাওয়া-


আজকের আবহাওয়ার খবর (Weather Report Today Bangali)


সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। তবে আবহাওয়া দপ্তর(Weather Office) জানাচ্ছে দুপুরের পর আজও বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সেইসঙ্গে আবারো একটি নিম্নচাপ (Low pressure) তৈরি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ফলে ১৮ তারিখের পর থেকে আবারও প্রবল বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অন্যদিকে আজ উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই গত কয়েকদিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।


আরো পড়ুন: নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই আবার নিম্নচাপ! কেমন থাকবে পুজোর আবহাওয়া


দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বভাস(South Bengal Weather Update)

আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায় আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি সম্ভাবনা থাকছে উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার বিস্তীর্ণ অঞ্চলে সেই সঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে ৩০ থেকে ৩৫ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারি। পরবর্তী ২৪ ঘণ্টাতেও একইভাবে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে গত কয়েক দিনের তুলনায় বৃষ্টির তীব্রতা অনেকটাই কমবে। সেই সঙ্গে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামীকাল একদিন আপাতত তাপমাত্রা পরিবর্তনের কোন সম্ভাবনা নেই। তবে ১৮ তারিখের পর থেকে আবারো নতুন করে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গে।


উত্তরবঙ্গের আবহাওয়ার খবর(North Bengal Weather Report)

আজ এখুনি দেওয়া আলিপুরা দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় অর্থাৎ ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার বিস্তীর্ণ অঞ্চলে বাকি সব কটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় এই বৃষ্টির তীব্রতা কিছুটা বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে সেইসঙ্গে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েক দিন আপাতত তাপমাত্রা পরিবর্তনের কোন সম্ভাবনা নেই।


আবার নিম্নচাপ বঙ্গে

আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগরে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটি ক্রমশই দুর্বল হয়ে অন্ধ্রপ্রদেশের উপরে অবস্থান করছে। তবে আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে আবার একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, যদিও এখনো পর্যন্ত সঠিক ভাবে কিছু বলতে পারছেন না আবহাওয়া বিশেষজ্ঞরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ