Cyclonic Circulation Update: বঙ্গোপসাগরে ক্রমশই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় সুতরাং, কোন উপকূলে আঘাত হানবে সিটি, ঘূর্ণিঝড়ে জেরে পুজোর আনন্দ মাটি হতে চলেছে
ঘূর্ণিঝড় সুতরাং এর পূর্বাভাস | Cyclonic Circulation Update
গতকাল আন্দামান সাগর ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে পরবর্তীতে এটি পশ্চিম উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে পূর্ব-মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ২২ অক্টোবর নাগাদ গভীর নিম্নচাপ ও ২৩ অক্টোবর নাগাদ অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে এটির উত্তর অভিমুখে বাঁক নিয়ে, ২৪ শে অক্টোবর নাগাদ পশ্চিম-মধ্য ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তারপর এটি উত্তর উত্তর-পূর্ব অভিমুখে অগ্রসর হয়ে উড়িষ্যার উপকূল ঘেঁষে ২৪ অক্টোবর নাগাদ পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তার ফলে ২৪ থেকে ২৫ অক্টোবর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অতিরিক্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কোন কোন জেলায় ঝড় বৃষ্টি সতর্কতা
আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বাভাসে বলা হয়েছে আপাতত দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ২৪ এবং ২৫ তারিখ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এই দুইদিন পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
আরো পড়ুন:- ঘূর্ণিঝড় সুতরাং নিয়ে বিশেষ সতর্কতা জারি করল IMD, বাংলার উপকূলে আঘাত হানবে এটি
সেই সঙ্গে ২৪ তারিখ এবং ২৫ তারিখ বঙ্গোপসাগর উত্তাল থাকার সম্ভাবনা ২৪ তারিখ হাওর গতিবেগ থাকবে ঘন্টায় ৬০ থেকে ৭০ কিমি কখনো কখনো সেটা ৮০ কিমি পর্যন্ত পৌঁছাবে। ২৫ তারিখ এই হাওয়ার গতিবেগ আরো বেড়ে গিয়ে হবে ৭০ থেকে ৮০ কিলোমিটার কখনো কখনো এটা সর্বোচ্চ ৯০ কিমি বেগে বইতে পারে।
0 মন্তব্যসমূহ