Cyclonic Circulation Update: ঘন্টায় ১১০ কিমি বেগে বইবে ঝড়ো হাওয়া, কলকাতার উপরেও পড়বে ঘূর্ণিঝড়ের প্রভাব
ঘূর্ণিঝড় সুতরাং এর পূর্বাভাস | Cyclonic Circulation Update
উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপ অঞ্চলটি বর্তমানে একই স্থানেই অবস্থান করছে। এটির পশ্চিম উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে পূর্ব-মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ২২ অক্টোবর নাগাদ গভীর নিম্নচাপ ও ২৩ অক্টোবর নাগাদ অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে এটি উত্তর অভিমুখে বাঁক নিয়ে ২৪ অক্টোবর নাগাদ পশ্চিম মধ্য ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে ঘনীভূত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তারপর এটির উত্তর উত্তর-পূর্ব অভিমুখে অগ্রসর হয়ে উড়িষ্যার উপকূল বরাবর ২৫ অক্টোবর নাগাদ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে পৌঁছানো সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন : Cyclonic Circulation Update:- ঘূর্ণিঝড় সুতরাং নিয়ে বিশেষ সতর্কতা জারি করল IMD, বাংলার উপকূলে আঘাত হানবে এটি
ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টির সতর্কতা
- ২৪.১০.২২: এই দিন দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। যে কারনে এই তিন জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে। বাকি সব কটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
- ২৫.১০.২০২২: এই দিন দক্ষিণ বঙ্গের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। যে কারনে কমলাস সতর্কতা জারি করা হয়েছে। বাকি সব কটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
ঘূর্ণিঝড়ে প্রভাবে ঝড়ো হওয়ার সর্তকতা
- ২৪.১০.২০২২: ঘূর্ণিঝড়ের প্রভাবে এই দিন পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগণায়, ঘন্টায় ৪৫ থেকে ৫৫ কিমি কখনো কখনো ৬৫ কিনিবেগে ঝড় হবে দিতে পারে। বাকি কলকাতা, হাওড়া, হুগলি, ঝারগ্রাম, পশ্চিম মেদিনীপুরে ঘন্টায় ৪৫ কিমি বেগে ঝড়ো হওয়া বইতে পারে।
- ২৫.১০.২০২৩: ঘূর্ণিঝড়ের প্রভাবে এই দিন পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগণায় ঘন্টায় ৯০ থেকে ১০০ কিমি কখনো কখনো ১১০ কিনিবেগে ঝড় হবে দিতে পারে। বাকি কলকাতা, হাওড়া, হুগলি, ঝারগ্রাম, পশ্চিম মেদিনীপুরে ঘন্টায় ৫৫ কিমি বেগে ঝড়ো হওয়া বইতে পারে।
0 মন্তব্যসমূহ