Weather update today: এবার ঘূর্ণিঝড় সিত্রাং আসছে বাংলায়, কালী পুজোতে প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে
ঘূর্ণিঝড় সিত্রাং আসছে বাংলায, আজকের আবহাওয়ার খবর
আবার দুর্যোগ আসতে চলেছে বাংলায়, ইতিমধ্যেই বাংলার দিকে ধেয়ে আসছে চীনা বিপদ। চিনা ঘূর্ণাবর্তের জেরে দুর্গাপুজোর আনন্দ মাটি হয়েছে বঙ্গবাসী। এইবার কালী পুজোতেও কি তাহলে প্রবল ঝড় বৃষ্টি পরিস্থিতি তৈরি হবে ইতিমধ্যেই উঠেছে সেই প্রশ্ন। বিভিন্ন বিদেশি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, পরবর্তীতে সেটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে সিত্রাং নাম নিয়ে আঘাত হান্তে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে। যদিও আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এ নিয়ে কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। তবে কালীপুজোয় এই চিনা ঘূর্ণাবর্ত কতটা প্রভাব ফেলতে পারে সেটাই এখন দেখার বিষয়।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর(North Bengal Weathe update)
আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল সকালের মধ্যে উত্তরবঙ্গে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা কোথাও আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। পরবর্তী ৪৮ ঘণ্টাতেও আবহাওয়া শুকনো থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। সেই সঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুই থেকে তিন দিন আপাতত তাপমাত্রা পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই।
আরো পড়ুন:- কালী পুজোতে সত্যি কি ঘূর্ণিঝড় সিত্রাং আসবে, কেমন থাকবে আজকের আবহাওয়া
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস(South Bengal Weathe update)
আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বভাস অনুযায়ী আগামীকাল সকালের মধ্যে আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ বুধবার সকালের মধ্যে বিক্ষিপ্তভাবে খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমের জেলা গুলিতে বিশেষ করে বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অঞ্চলে। সেই সঙ্গে আগামী কয়েকদিন আপাতত তাপমাত্রা পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
0 মন্তব্যসমূহ