Today Weather Report: কালী পুজোতে কি ঘূর্ণিঝড় সিত্রাং আসছে বাংলায়, আজ কেমন থাকবে আবহাওয়া
আজকের আবহাওয়া(Today Weather) | ঘূর্ণিঝড় সিত্রাং
আগামীকাল থেকে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত পরবর্তীতে সেই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ(Low Pressure) তৈরির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর(Alipur Weather Update), সেই সঙ্গে বিদেশি আবহাওয়া সংস্থার তরফ থেকে এখনো জানানো হচ্ছে কালীপুজোর সময় ঘূর্ণিঝড় আসতে চলেছে। যদিও আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে এখনো সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে(Cyclone) পরিণত হবে কিনা তা সঠিকভাবে বলা যাচ্ছে না। তাই আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। অন্যদিকে বাংলা থেকে ইতিমধ্যেই বিদায় নিতে শুরু করেছে বর্ষা। উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলা থেকেই বর্ষা বিদায় হয়েছে। আর দক্ষিণবঙ্গের কেবলমাত্র মুর্শিদাবাদ থেকে বর্ষা বিদায় হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর(North Bengal Bangal Weather Report)
আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে আপাতত উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে সবকটি জেলাতেই খুব সামান্য বৃষ্টির হতে পারে তাও সম্ভাবনা খুবই কম। পরবর্তী দুই থেকে তিন দিন আপাতত এমনই শুকনো আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কয়েক দিন আপাতত তাপমাত্রার তেমন কোন পরিবর্তন হবে না।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস(South Bengal Weather Report)
আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে আপাতত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। সবকটি জেলাতে বিক্ষিপ্তভাবে খুব সামান্য বৃষ্টি হতে পারে, তাও সম্ভাবনা খুব কম। তবে পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ বুধবার সকালের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানের বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাকি সব কটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। সেই সঙ্গে আগামী কয়েক দিনের আপাতত তাপমাত্রা পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই।
ঘূর্ণিঝড় সিত্রাং এখন কোথায়
আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এখনো পর্যন্ত ঘূর্ণিঝড় নিয়ে কোন বার্তা না দিলেও বিভিন্ন বিদেশি আবহাওয়া মডেলের তরফ থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কথা জানানো হয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ যেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তবে সেটি আগামী ২৩ থেকে ২৫ তারিখের মধ্যে আঘাত হানতে চলেছে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের কোন অংশে।
0 মন্তব্যসমূহ