Weather Update Today: আগামী ২৪ ঘন্টার তাপমাত্রা নামবে ২-৩ ডিগ্রি, বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত

Weather Update Today: বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত, বাংলার উপরে প্রভাব ফেলতে পারে এই ঘূর্ণাবর্ত। কবে থেকে জাঁকিয়ে শীত বাংলায় জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর


আজকের আবহাওয়ার খবর (Weather Update Today)


সকাল থেকেই শীতের আমেজ, বেলা গড়ালেই কিছুটা বাড়ছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে আগামী ২৪ ঘন্টায় আপাতত তাপমাত্রার উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তন হবে না। তবে পরবর্তী ২৪ ঘন্টায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামার সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে আগামী দুই থেকে তিন দিন কলকাতা সহ পশ্চিমবঙ্গ জুড়েই ভালো শীতের আমেজ অনুভূত হতে চলেছে। 


কবে থেকে জাঁকিয়ে শীত বঙ্গে

আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে চলতি মাসের ১৫-১৬ তারিখ নাগাদ কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এর ফলে শীতের আনন্দ উপভোগ করতে চলেছে বঙ্গবাসী। শহর কলকাতায় ১৫ ডিগ্রি সেলসিয়াস থাকলেও পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও কিছুটা নেমে যাওয়ার সম্ভাবনা থাকচ্ছে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে।


উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

আজ এখুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় আপাতত উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির তেমন কোন সম্ভাবনা নেই। আকাশ মেঘলা থাকতে পারে দার্জিলিং এবং ক্যালিংপং জেলার বিস্তীর্ণ অঞ্চলে। সেই সঙ্গে তাপমাত্রা আগামী কয়েক দিন ৩-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।


দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৫-৬ দিন আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে আগামী দুই থেকে তিন দিন। চলতি মাসের মাঝামাঝি নাগার তাপমাত্রা সব থেকে নামার সম্ভাবনা থাকছে।


বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত

ইতিমধ্যেই বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত ১১ এবং ১২ ই নভেম্বর নাগাদ তামিলনাড়ু উপকূলে আঘাত হানার সম্ভাবনা থাকছে। অন্য একটি ঘূর্ণাবর্ত আগামী ১৫ এবং ১৬ তারিখ নাগাদ আন্দোলনসাগরে তৈরি হয়ে বঙ্গোপসাগর হয়ে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হানতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ