Weather Update: আবারো ডিসেম্বরের ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে! ঘূর্ণিঝড়ে আশঙ্কা

West Bengal Weather Update: জাঁকিয়ে শীতের পরিস্থিতি! অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত ডিসেম্বরের প্রথম সপ্তাহে


আজকের আবহাওয়ার খবর | Weather Update Today

নভেম্বরের শেষ থেকে জাঁকিয়ে শীতের পরিস্থিতি বঙ্গ জুড়ে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আগামী কয়েক দিন তাপমাত্রা আরো কিছুটা কমে যাওয়া সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত, এর জেনে ডিসেম্বরের প্রথম থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে আশেপাশে ঘোরাফেরা করছে।


উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের আগামী ৪৮ ঘন্টায় অর্থাৎ ২৯ শে নভেম্বর মঙ্গলবার সকালের মধ্যে আপাতত তাপমাত্রা পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই। সেই সঙ্গে বর্তমানে আপাতত তেমন বৃষ্টির কোন সম্ভাবনা নেই উত্তরবঙ্গের কোথাও। তবে ডিসেম্বরে প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা আরও কিছুটা নেমে যাওয়া সম্ভবনা থাকছে।


দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪১ ঘন্টায় অর্থাৎ ২৯ শে নভেম্বর মঙ্গলবার সকালের মধ্যে আপাতত তাপমাত্রা পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই। বর্তমানে সিস্টেম না থাকার কারণে বৃষ্টিরও তেমন কোন সম্ভাবনা নেই। তবে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে বঙ্গোপসাগর একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে তার প্রভাবে কিছুটা পরিবর্তন হতে পারে বাংলার আবহাওয়া। তবে ডিসেম্বরের প্রথম থেকে জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হবে।


কলকাতার আবহাওয়ার পূর্বভাস

আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বভাস আগামী ৪৮ ঘন্টায় আপাতত কলকাতা তাপমাত্রা পরিবর্তনের তেমন কোন সম্ভাবনা নেই। সেই সঙ্গে বৃষ্টিরও তেমন কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া সম্পূর্ণভাবে শুষ্ক থাকবে। আজ শহর কলকাতা সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রী এবং ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।


বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত

ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। পরবর্তীতে সেটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভবনা রয়েছে, তবে তার গতিপথ সম্পর্কে এই মুহূর্তে আপাতত তেমন কোনো ধারণা পাওয়া যায়নি। আগামী তিন থেকে চার দিনের মধ্যেই তা স্পষ্টভাবে বলতে পারবেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ