West Bengal Weather Report: কেমন থাকছে উত্তর সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া! ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে
নভেম্বর মাস প্রায় শেষ হতে চলেছে, যদিও এখনো জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হয়নি রাজ্য জুড়ে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত আগামী দিন থেকে চার দিন তাপমাত্রা পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই। তবে ডিসেম্বরের শেষের দিকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে যার যিনি আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া
- আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আগামী দুই দিন অর্থাৎ ৩০ শে নভেম্বর বুধবার সকালের মধ্যে আপাতত উত্তরবঙ্গের তাপমাত্রা পরিবর্তনের তেমন কোন সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্ঝা এবং কোন নিম্নচাপ না থাকার কারণে বৃষ্টির ও কোনো সম্ভাবনা নেই।
- অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ও আবহাওয়া উত্তরবঙ্গের মতোই থাকবে। ৩০ শে নভেম্বর বুধবার সকালের মধ্যে আপাতত তাপমাত্রা পরিবর্তনের তেমন কোন সম্ভাবনা নেই। সর্বনিম্ন তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রী সেলসিয়াসে আশেপাশে ঘোরাফেরা করবে। সেই সঙ্গে আপাতত বঙ্গোপসাগরে কোন নিম্নচাপ না থাকার কারণে বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
আরো পড়ুন:- আবারো ডিসেম্বরের ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে! ঘূর্ণিঝড়ে আশঙ্কা
কলকাতার আবহাওয়ার পূর্বাভাস
আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আগামী ৩০ শে নভেম্বর বুধবার সকালের মধ্যে আপাতত কলকাতার তাপমাত্রা পরিবর্তনের তেমন কোন সম্ভাবনা নেই। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রী এবং ১৭ ডিগ্রি সেলসিয়াসে আশপাশে থাকবে।
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত
উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তন অবস্থান করছে যে কারণে আগামী তিন থেকে চার দিন আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে আন্দামান সাগরে, পরবর্তীতে সেটি অগ্রসর হয়ে শক্তি সঞ্চয় করবে এবং ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া সম্ভব না থাকছে।
0 মন্তব্যসমূহ