Cyclone Mandous Update: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্দোস, উপকূলের জারি লাল সতর্কতা

Cyclone Mandous Update: ভয়ংকর গতি নিয়ে উপকূলে আজকে পড়তে চলেছে ঘূর্ণিঝড়, যার যদি ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে উপকূলে, কতটা প্রভাব পড়তে চলেছে বাংলার উপরে?


Cyclone Mandous | আজকের আবহাওয়ার খবর

Cyclone Mandous: আবারো বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড়, মূলত আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে উৎপত্তি হচ্ছে ওই ঘূর্ণাবর্তটি। পরবর্তীতে সেটি দক্ষিণ দিকে অগ্রসর হয়ে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার সম্ভাবনা থাকছে। অন্যদিকে এই পরিবর্তে প্রভাব কতটা পড়তে চলেছে বাংলার উপরে এ নিয়ে শুরু হয়েছে জোর জল্প। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে ইতিমধ্যে বলা হয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সিস্টেম নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। পরবর্তীতে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।


আরো পড়ুন: কেমন থাকবে আজকের আবহাওয়া! ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে পর্যন্ত হলো


ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলার উপরে

আবহাওয়া দপ্তরের তরফ থেকেই ইতিমধ্যেই তামিলনাড়ু উপকূলে লাল সতর্কতা জারি করেছে। সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাব আপাতত বাংলার উপরে পড়বে না। তবে তাপমাত্রার কিছুটা পরিবর্তন হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী আগামী তিন থেকে চার দিন আপাতত উত্তর সহ দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির তেমন কোন সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে এবং আকাশ মূলত পরিষ্কার থাকার সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে সেখান থেকে বৃষ্টির তেমন কোন সম্ভাবনা নেই।


কলকাতার আবহাওয়া

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী তিন থেকে চার দিন আপাতত কলকাতায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আকাশ মূলত পরিষ্কার থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলস শেষে আশেপাশে থাকবে, জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হবে।


ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলে লাল সতর্কতা

ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ু উপকূলে জারি করা হয়েছে লাল সর্তকতা। যেকোনো ধরনের বিপর্যয় এড়াতে ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাঁচটি টিম মোতায়ন করা হয়েছে উপকূলে। ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে ইতিমধ্যেই নৌ বাহিনীকে সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে মৎস্যজীবীদের প্রতি সতর্কবার্তা জারি করা হয়েছে। কেননা সমুদ্রের প্রায় ঘন্টায় ৮০ থেকে ৯০ কখনো কখনো ১০০ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বুঝতে পারে।


মৎস্যজীবীদের প্রতি সতর্কতা

ইতিমধ্যেই উত্তাল হতে শুরু করছে সমুদ্র আগামী কাল সকাল থেকে উপকূলে প্রায় ৮০ থেকে ৯০ কিমি বেগে ঝড়ো হওয়া হইতে পারে যে কারণে উত্তাল থাকবে সমুদ্র তাই মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতীয় মৌসম ভবন আইএমডি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ