Ajker Rashiphal, Today Horoscope 30 January | আজকের রাশিফল ৩০ জানুয়ারী, ভাগ্য ফিরছে এই ৫ রাশির

 Ajker Rashiphal 30 January | আজকের রাশিফল ৩০ জানুয়ারী


দৈনিক রাশিফল ৩০ জানুয়ারী সোমবার (Daily Horoscope) : বর্তমান সময়ে অনেকেই রাশিফলের উপরে বিশ্বাস করেন, আবার অনেকেই করেন না। কিন্তু জ্যোতিষশাস্ত্র এবং রাশিফল এর মাধ্যমে বিভিন্ন সময়ের ভবিষ্যৎবাণী করা সম্ভব। আমরা মূলত দৈনিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল এবং বার্ষিক রাশিফল সম্পর্কে বিশ্লেষণ করে থাকি।

আজকের রাশিফল অনুযায়ী ভাগ্য ফিরতে চলেছে বেশ কয়েকটি রাশির। Khabor Din Rat এর আজকের প্রতিবেদনে থাকছে দৈনিক রাশিফল ৩০ জানুয়ারী, ১২ টি রাশি(মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু , মকর, কুম্ভ, মীন) জাতক/জাতকাদের কেমন থাকতে চলেছে আর্থিক পরিস্থিতি, পারিবারিক পরিস্থিতি, সরকারি চাকরি পরিস্থিতি, শুভ সংখ্যা, লটারি কটার শুভ সময়, শুভ দিক ইত্যাদি।


৩০ জানুয়ারী ২০২৩ সোমবার আজকের রাশিফল | Today 30 January Horoscope in Bangali

চলুন এবার একে একে জেনে নেয়া যাক প্রথম ১২ টি রশি  যথা মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু , মকর, কুম্ভ, মীন আজকের রাশিফল, অর্থাৎ ৩০ জানুয়ারী সোমবারের রাশিফল


মেষ রাশি আজকের রাশিফল ৩০ জানুয়ারী ( Aries Today Horoscope)

এই দিনটি মেষ রাশির জাতক/জাতিকাদের ক্ষেত্রে দিনটি ভালো ফলদায়ক থাকতে চলেছে। ব্যবসায়িকের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো থাকতে চলেছে। স্বাস্থ্য মোটামুটি স্বাভাবিক থাকতে চলেছে। কর্মস্থানে সহকর্মীদের সাহায্য পেতে পারেন। উপার্জন বাড়বে এই দিন সেই সঙ্গে আপনার ব্যয়ও বাড়বে। পরিবারের সকলকে নিয়ে মোটামুটি ভালো থাকবে দিনটি। তবে বিদ্যুৎ দ্বারা চালিত কোন বস্তু থেকে দূরে থাকুন।

  • শুভ সংখ্যা:- ৩৯
  • শুভ দিক:- পশ্চিম
  • শুভ রং:- লাল
  • শুভ রত্ন:- লাল প্রবাল


বৃষ রাশির আজকের রাশিফল ৩০ জানুয়ারি, ২০২৩ (Taurus Today Horoscope)

বৃষ রাশির জাতক/জাতিকাদের ক্ষেত্রে এই দিনটি মোটামুটি স্বাভাবিক থাকতে চলেছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে দিনটি অত্যন্ত ভাল যেতে চলেছে, অতিরিক্ত মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য মোটামুটি স্বাভাবিক থাকলে চলেছে। আপনার সহকর্মীদের সম্পূর্ণ সহযোগিতা পাবেন এই দিন। প্রতিবেশীদের কাছ থেকেও সহযোগিতা পেতে পারেন। ব্যক্তিগত কারোর বিষয়ে নাক গলাবেন না।

  • শুভ সংখ্যা:- ৯৬
  • শুভ দিক:- দক্ষিণ
  • শুভ রং:- সাদা
  • শুভ রত্ন:- সাদা প্রবাল


মিথুন রাশির আজকের রাশিফল ৩০ জানুয়ারি, ২০২৩ (Gemini Today Horoscope)

মিথুন রাশির জাতক/জাতিকাদের ক্ষেত্রে এই দিনটি মিশ্র ফলাফল নায়ক হতে চলেছে। ব্যবসায়ীদের দিনটি স্বাভাবিক থাকতে চলেছে। স্বাস্থ্যও মোটামুটি স্বাভাবিক থাকতে চলেছে। পরিবারের মধ্যে ভাই ও বোনেদের মধ্যে সম্পত্তিগত ঝামেলা তৈরি হবে। প্রেম নিয়ে বাধা আসতে পারে এই দিন। কিছুটা সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। স্বাস্থ্য স্বাভাবিক থাকলেও কোমরের কাছে যন্ত্রণার সম্ভাবনা রয়েছে।।

  • শুভ সংখ্যা:-৬৪
  • শুভ দিক:-পূর্ব
  • শুভ রং:- সবুজ
  • শুভ রত্ন:- পান্না


কর্কট রাশির আজকের রাশিফল ৩০ জানুয়ারি, ২০২৩ (Cancer Today Horoscope)

কর্কট রাশির রাশির জাতক/জাতিকাদের ক্ষেত্রে এই দিনটি মিশ্র ফলাফল দায়ক থাকতে চলেছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে দিনটি ভালো যদি চলেছে, একাধিক সুখবর পেতে পারেন এই দিনে। প্রতিযোগিতামূলক কাজ ও পরীক্ষায় ভালো ফলাফল পেতে চলেছেন আপনি। আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা করতে পারে। সংসারে অতিরিক্ত খরচ হওয়ার সম্ভাবনা থাকছে। অন্যের বিষয়ে খুব সহজে নাক গলাবেন না। 

  • শুভ সংখ্যা:- ৫২
  • শুভ দিক:- দক্ষিণ
  • শুভ রং:- সাদা
  • শুভ রত্ন:- মুনস্টোস


কন্যা রাশির আজকের রাশিফল  ৩০ জানুয়ারি (Virgo Today Horoscope)

কন্যা রাশির জাতক/জাতিকাদের ক্ষেত্রে এই দিনটি মিশ্র ফলাফল থাকতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে তেমন উল্লেখযোগ্য কোন পরিবর্তন হবে না। স্বাস্থ্য মোটামুটি স্বাভাবিক থাকলে চলেছেন, তেমন কোন উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। হতাশা থেকে দুশ্চিন্তা বাসা বাঁধবে মাথায়। কিছুটা সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।

  • শুভ সংখ্যা:- ৮৫
  • শুভ দিক:- উত্তর-পূর্ব
  • শুভ রং:- সবুজ 
  • শুভ রত্ন:- পান্না


সিংহ রাশির আজকের রাশিফল ৩০জানুয়ারি,২০২৩ (Leo Today Horoscope)

সিংহ রাশির জাতক/জাতিকাদের ক্ষেত্রে এই দিনটি মিশ্র ফলাফল দায়ক থাকতে চলেছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে দিনটি স্বাভাবিক থাকলে চলেছে তেমন কোন উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। স্বাস্থ্য মোটামুটি স্বাভাবিক থাকলেও বিক্ষিপ্তভাবে কিছু ঘটনা ঘটতে পারে। প্রেমের জন্য দিনটি কেমন ভালো নয়। উচ্চশিক্ষিতদের ক্ষেত্রে দিনটি ভালো যেতে চলেছে।

  • শুভ সংখ্যা:- ৪১
  • শুভ দিক:- দক্ষিণ
  • শুভ রং:- কমলা
  • শুভ রত্ন:- চুনি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ