Maha Shivaratri 2023 Date - শিবরাত্রি ২০২৩ সময়সূচী | শিবরাত্রি ২০২৩ কবে, সম্পূর্ণ পূজা পদ্ধতি

শিবরাত্রি ২০২৩ সময়সূচী


Maha Shivaratri 2023 Date Bangali | শিবরাত্রি ২০২৩ সময়সূচী


শিবরাত্রি ২০২৩: মহা শিবরাত্রি কত দিন বাকি বা শিবরাত্রি কবে জানার চেষ্টা করছেন আপনি? কারন শিব হলেন হিন্দু ধর্মের সর্বোচ্চ দেবতা। আর শিবরাত্রিতে শিবের আরাধনা করেন সনাতনী হিন্দুরা, এটি হলো হিন্দুদের অন্যতম প্রধান উৎসব। শিবরাত্রি ২০২৩ সময়সূচী(Maha Shivaratri 2023) অনুযায়ী এটি ইংরেজির ফেব্রুয়ারি মাসে পড়েছে। শিবরাত্রি ২০২৩ বাংলা অনুযায়ী এটি ফাগুন মাসে পড়েছে। মহাশিবরাত্রি দিনটি বছরে একবারই আসে, আর ঐদিন আনন্দে মেতে উঠেন সনাতনী হিন্দুরা। চলুন এবার জেনে নেওয়া যাক শিবরাত্রি ২০২৩ সময়সূচী


Maha Shivaratri 2023- শিবরাত্রি ২০২৩ সময়সূচী

প্রিয় পাঠক Khabor Din Rat এর আজকের এই প্রতিবেদনে আপনি জানতে পারবেন শিবরাত্রি ২০২৩ সময়সূচী, শিবরাত্রি ২০২৩ বাংলা সময়সূচী, শিব পূজা পদ্ধতির pdf, শিবরাত্রি ব্রত কথা সহ দেবাদিদেব মহাদেবের একাধিক অজানা পৌরাণিক কাহিনী।


শিব চতুর্দশী ২০২৩ কবে-শিবরাত্রি কত দিন বাকি

আর কয়েক দিনের অপেক্ষা তারপরেই মহা শিবরাত্রি। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ফেব্রুয়ারি এবং মার্চ মাসে শিবরাত্রি উৎসবটি পালন করা হয়ে থাকে। শিবরাত্রি ২০২৩ সময়সূচী অনুযায়ী ফেব্রুয়ারি(তৃতীয় সপ্তাহে) মাসে পড়েছে উৎসবটি এবং শিবরাত্রি ২০২৩ বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে উৎসবটি পড়েছে।


শিবরাত্রি ২০২৩ সময়সূচী ও চতুর্দশী তিথি

শিব হলেন হিন্দুদের সর্বোচ্চ দেবতা। সনাতন ধর্মের শাস্ত্র অনুযায়ী তিনি পরমসত্ত্বা রূপে ঘোষিত। অনেক হিন্দু শাস্ত্রে বলা হয়েছে মহাদেব শিব হলেন শয়ম্ভু, অর্থাৎ তিনি কোন মানবদেহ থেকে জন্ম গ্রহণ করেননি। তিনি নিজেই স্বয়ংক্রিয়ভাবে সৃষ্টি হয়েছেন। যে কারণে পৃথিবী ধ্বংসের পরেও তিনি থাকবেন। দেবাদিদে শিব বিভিন্ন নামে পরিচিত আমাদের কাছে মহেশ্বর, শঙ্কর, ভোলানাথ, নীলকন্ঠ, রুদ্র, মহাদেব ইত্যাদি।


২০২৩ সালের শিবরাত্রির সম্পূর্ণ সময়সূচি

উৎসবের নাম সময় (তারিখ) দিন
মহা শিবরাত্রি ২০২৩ সালে ১৮ ই ফেব্রুয়ারি (বাংলায় ৫ ই ফাল্গুন ১৪২৯) শনিবার


শিবরাত্রি ২০২৩ সময়সূচী
শিবরাত্রি ২০২৩ সময়সূচী

শিবরাত্রি ২০২৩ চতুর্দশী তিথির সময়সূচী

  • শিবরাত্রি তিথি শুরু:- ১৮ই ফেব্রুয়ারি ( ৫ ই ফাল্গুন) শনিবার রাত্রি ৮ টা ২ মিনিটে (8:02 PM)।
  • শিবরাত্রি তিথি শেষ:- ১৯ শে ফেব্রুয়ারি (৬ ই ফাগুন) রবিবার বিকেল ৪ টা 18 মিনিটে (4:18 Pm)


  • শিবরাত্রি ২০২৩ প্রহর পূজা

শিবরাত্রি প্রহর পূজা সময়সূচী
প্রথম প্রহর ১৮ই ফেব্রুয়ারি(৫ ই ফাগুন) সন্ধ্যা ০৫:৩৫ মিনিট থেকে শুরু এবং শেষ রাত্রি ৮ টা ৪২ মিনিট পর্যন্ত।
দ্বিতীয় প্রহর ১৮ই ফেব্রুয়ারি(৫ ই ফাগুন) রাত্রি ০৮:৪২ মিনিট থেকে রাত্রি ১১:৫০ মিনিট পর্যন্ত।
তৃতীয় প্রহর ১৮ই ফেব্রুয়ারি(৫ ই ফাগুন) রাত্রি ১১:৫০ মিনিট থেকে ১৯ শে ফেব্রুয়ারি(৬ ই ফাগুন) ভোর ০২:৫০ মিনিট পর্যন্ত।
চতুর্থ প্রহর ১৯ শে ফেব্রুয়ারি(৬ ই ফাগুন) ভোর ০২:৫০ মিনিট থেকে সকাল ০৬:০৬ মিনিট ।


শিবরাত্রি ২০২৩ নিশিতকাল পূজার সময়সূচী

  • নিশিতকাল তিথি শুরু:- ১৮ই ফেব্রুয়ারি(৫ ই ফাগুন) রাত্রি ১১:২৫ মিনিটে।
  • নিশিতকাল তিথির শেষ:- ১৯ শে ফেব্রুয়ারি(৬ ই ফাগুন) রাত ১২:১৫ মিনিটে।


মহা শিবরাত্রি তাৎপর্য

বাঙালির বারোমাসে তেরো পার্বণ। বছরের ৩৬৫ দিনের মধ্যে প্রতিদিন কোনো না কোনো উৎসব লেগেই থাকে। মহা শিবরাত্রি হল হিন্দুদের সর্বোচ্চ দেবতা দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনার দিন। শিবরাত্রি কে সনাতনী হিন্দুদের শ্রেষ্ঠ উৎসব। সাধারণত এই দিন মহাদেবের অসংখ্য ভক্ত জল, দুধ, ডাবের জল ঢালেন শিবলিঙ্গের উপরে। সারাদিন কোন ধরনের খাবার না খেয়ে উপবাসের মধ্যে কাটান।

তবে যে সমস্ত ভক্তরা ব্রত করেন না তারা খাওয়ার গ্রহণ করতে পারেন। তবে এই দিন কোন খারাপ কাজ করা উচিত নয় তাহলে দেবাদিদেব মহাদেব রুষ্ট হয়ে থাকেন।


মহা শিবরাত্রি ঐতিহাসিক কাহিনী ও শিবের জন্ম

পৌরাণিক কাহিনী ও পুরান অনুযায়ী মহা শিবরাত্রি নিয়ে একাধিক গল্প সামনে এসেছে। যার মধ্যে তিনটি উল্লেখযোগ্য। অনেক কাহিনীতে বলা হয়েছে শিবরাত্রির দিন শিবের স্ত্রী পার্বতী শিবকে স্বপ্নে পেয়েছিলেন। আবার অনেক কাহিনীতে বলা হয়েছে শিবরাত্রির দিন শিব এবং পার্বতীর বিবাহ হয় যে কারণে ধুমধাম করে পালন করা হয় এই দিনটি।

সনাতন ধর্মের শাস্ত্র অনুযায়ী তিনি পরমসত্ত্বা রূপে ঘোষিত। অনেক হিন্দু শাস্ত্রে বলা হয়েছে মহাদেব শিব হলেন শয়ম্ভু, অর্থাৎ তিনি কোন মানবদেহ থেকে জন্ম গ্রহণ করেননি। তিনি নিজেই স্বয়ংক্রিয়ভাবে সৃষ্টি হয়েছেন।


করো পড়ুন:- ২০২৩ সালের রাধাষ্টমী কবে


Maha Shivaratri 2023 Date - শিবরাত্রি ২০২৩ সময়সূচী | শিবরাত্রি ২০২৩ কবে, সম্পূর্ণ পূজা পদ্ধতি

  • FAQ

1. শিবরাত্রি কি বার?

শিবরাত্রি ২০২৩ পুজো শনিবার শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে রবিবার।

2. শিবরাত্রি কত তারিখে?

১৮ই ফেব্রুয়ারি(৫ ই ফাল্গুন) শনিবার পড়েছে শিবরাত্রি ২০২৩।

3. ২০২৩ সালের শিবরাত্রি কবে?

২০২৩ সালের শিবরাত্রি শুরু হচ্ছে ১৮ই ফেব্রুয়ারি শনিবার এবং শেষ হচ্ছে ১৯ শে ফেব্রুয়ারি রবিবার।

4. শিবরাত্রি কেনো পালন করা হয়?

এই দিন লক্ষ লক্ষ শিবের ভক্তরা শিবের আরাধনা করেন।

5. শিবরাত্রি পালনে কোন কোন ফুল এবং ফল লাগে?

বেলপাতা, ধুতরা, আকন্দ, অপরাজিতা প্রভৃতি ফুল ব্যবহার করা হয়ে থাকে। তবে মহাদেব বেলপাতা তেই বেশি দুষ্ট হয়ে থাকেন।

6. চতুর্দশী ফাল্গুন মাসের কত তারিখে?

বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ৫ ই ফাল্গুন ১৪২৯ শনিবার শিবরাত্রি।

7. শিব ঠাকুরের পিতার নাম কি?

বিভিন্ন পৌরাণিক কাহিনী অনুযায়ী শিবের বাবা হলেন ব্রহ্মা।

8. শিবের ব্রীজ মন্ত্র কি?

9. শিবকে কয়টি নামে ডাকা হয়ে থাকে?

দেবাদিদে শিব বিভিন্ন নামে পরিচিত আমাদের কাছে মহেশ্বর, শঙ্কর, ভোলানাথ, নীলকন্ঠ, রুদ্র, মহাদেব ইত্যাদি।

10. শিবের স্ত্রীর নাম কি?

পার্বতী 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ