Ajker Rashiphal 22 January | আজকের রাশিফল ২২ জানুয়ারী
দৈনিক রাশিফল ২২ জানুয়ারী রবিবার (Daily Horoscope) : বর্তমান সময়ে অনেকেই রাশিফলের উপরে বিশ্বাস করেন, আবার অনেকেই করেন না। কিন্তু জ্যোতিষশাস্ত্র এবং রাশিফল এর মাধ্যমে বিভিন্ন সময়ের ভবিষ্যৎবাণী করা সম্ভব। আমরা মূলত দৈনিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল এবং বার্ষিক রাশিফল সম্পর্কে বিশ্লেষণ করে থাকি।
আজকের রাশিফল অনুযায়ী ভাগ্য ফিরতে চলেছে বেশ কয়েকটি রাশির। Khabor Din Rat এর আজকের প্রতিবেদনে থাকছে দৈনিক রাশিফল ২২ জানুয়ারী, ৬ টি রাশি(মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা) জাতক/জাতকাদের কেমন থাকতে চলেছে আর্থিক পরিস্থিতি, পারিবারিক পরিস্থিতি, সরকারি চাকরি পরিস্থিতি, শুভ সংখ্যা, লটারি কটার শুভ সময়, শুভ দিক ইত্যাদি।
২২ জানুয়ারী ২০২৩ রবিবার আজকের রাশিফল | Today 22 January Horoscope in Bangali
চলুন এবার একে একে জেনে নেয়া যাক প্রথম ৬ টি রশি যথা মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা আজকের রাশিফল, অর্থাৎ ২২ জানুয়ারী রবিবারের রাশিফল।
মেষ রাশি আজকের রাশিফল ২২ জানুয়ারী ( Aries Today Horoscope)
এই দিনটি মেষ রাশির জাতক/জাতিকাদের ক্ষেত্রে মিশ্র ফলদায়ক থাকতে চলেছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে তেমন উল্লেখযোগ্য কোন ঘটনা ঘটবে না। স্বাস্থ্যের এদিকে নজর দিন। একাধিক শারীরিক অসুস্থতা আসতে পারে। নিজের ব্যক্তিগত কথা কারো সঙ্গে শেয়ার করবেন না। শত্রুর মন জয় করতে পারেন আপনি। এই দিন লটারি লাগার যোগ রয়েছে।
- শুভ সংখ্যা:- ৩৭
- শুভ দিক:- পূর্ব
- শুভ রং:- লাল
- শুভ রত্ন:- লাল প্রবাল
- বৃষ রাশির আজকের রাশিফল ২২ জানুয়ারি, ২০২৩ (Taurus Today Horoscope)
বৃষ রাশির জাতক/জাতিকাদের ক্ষেত্রে এই দিনটি মোটামুটি ভালো থাকতে চলেছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে তেমন উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না। স্বাস্থ্য মোটামুটি স্বাভাবিক থাকতে বলেছে। ভালোবাসার দিক থেকে দিনটি ভালো যদি চলেছে।। দুজন ভালোবাসার মানুষের মধ্যে বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা থাকছে। স্ত্রীর সঙ্গে পরামর্শ করলে এই দিন লাভবান হবেন। এই দিন কিছুটা খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
- শুভ সংখ্যা:- ৫৯
- শুভ দিক:- দক্ষিণ
- শুভ রং:- সাদা
- শুভ রত্ন:- সাদা প্রবাল
মিথুন রাশির আজকের রাশিফল ২২ জানুয়ারি, ২০২৩ (Gemini Today Horoscope)
মিথুন রাশির জাতক/জাতিকাদের ক্ষেত্রে এই দিনটি মিশ্র ফলাফল নায়ক হতে চলেছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে তেমন উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না। স্বাস্থ্য মোটামুটি স্বাভাবিক থাকতে চলেছে। অন্যের ব্যাপারে নাক গলাবেন না। বাড়িতে অতিরিক্ত খরচের সম্ভাবনা থাকছে। গুরুজন অর্থাৎ বাবা-মায়ের উপদেশ মেনে চলার চেষ্টা করুন তাতে অনেকটাই লাভবান হবেন।
- শুভ সংখ্যা:- ৭৭
- শুভ দিক:- দক্ষিণ
- শুভ রং:- সবুজ
- শুভ রত্ন:- পান্না
কর্কট রাশির আজকের রাশিফল ২২ জানুয়ারি, ২০২৩ (Cancer Today Horoscope)
কর্কট রাশির রাশির জাতক/জাতিকাদের ক্ষেত্রে এই দিনটি মিশ্র ফলাফল দায়ক থাকতে চলেছে। ব্যবসায় তেমন কোন উল্লেখযোগ্য ঘটনা ঘটবে না। স্বাস্থ্য মোটামুটি স্বাভাবিক থাকতে চলেছে, পেটের যন্ত্রণা সামান্য বাড়তে পারে। এই দিন অতিরিক্ত ব্যয় বেড়ে যাবে ফলে সংসারে অশান্তির পরিস্থিতি তৈরি হবে। অন্যের উপকার করতে যাবেন না তাহলে বিপদে পড়তে পারেন। একটুকু সতর্কভাবে রাস্তায় হাঁটাচলা করুন এই দিন।
- শুভ সংখ্যা:- ৭৪
- শুভ দিক:- উত্তর-পূর্ব
- শুভ রং:- সাদা
- শুভ রত্ন:- মুনস্টোস
কন্যা রাশির আজকের রাশিফল ২২ জানুয়ারি (Virgo Today Horoscope)
কন্যা রাশির জাতক/জাতিকাদের ক্ষেত্রে এই দিনটি মিশ্র ফলাফল থাকতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে তেমন উল্লেখযোগ্য কোন পরিবর্তন হবে না। স্বাস্থ্য মোটামুটি স্বাভাবিক থাকতে চলেছে। এই দিন একটু সতর্ক থাকুন আপনার কাছ থেকে চুরি হওয়া সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত অর্থ ব্যয়ের কারণে আর্থিক সমস্যা হতে পারে এই দিন। শিক্ষার্থীদের ক্ষেত্রে নিজের উপরে ভরসা রাখতে হবে, ধৈর্য ধরে থাকতে পারলে শুভ খবর পেতে চলেছেন আপনি।
- শুভ সংখ্যা:- ৯৬
- শুভ দিক:- অগ্নিকোণ
- শুভ রং:- সবুজ
- শুভ রত্ন:- পান্না
সিংহ রাশির আজকের রাশিফল ২২ জানুয়ারি,২০২৩ (Leo Today Horoscope)
সিংহ রাশির জাতক/জাতিকাদের ক্ষেত্রে এই দিনটি মিশ্র ফলাফল দায়ক থাকতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে দিনটি ভালো যেতে চলেছে অতিরিক্ত মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে এই দিন। স্বাস্থ্য মোটামুটি স্বাভাবিক থাকতে চলেছে। শিক্ষার্থীদের ক্ষেত্রে দিনটি ভালো যেতে চলেছে। স্ত্রীর সঙ্গে অযথা বিবাদে জড়াবেন না তাহলে সমস্যায় পড়বেন। এই দিন আত্মীয় প্রিয়জন আপনার বাড়িতে আসতে পারেন।
- শুভ সংখ্যা:- ১২
- শুভ দিক:- দক্ষিণ
- শুভ রং:- কমলা
- শুভ রত্ন:- চুনি
0 মন্তব্যসমূহ