Saraswati Puja 2024 Timing: ২০২৪ সালের সরস্বতী পুজো কবে? সরস্বতী পুজো ২০২৪ Time And Date? সরস্বতী দেবীর জন্মের তাৎপর্য? সরস্বতী পূজোর পুষ্পাঞ্জলি মন্ত্র?
Saraswati Puja 2024 Timing | সরস্বতী পুজো ২০২৪ কবে
আর কয়েক দিনের অপেক্ষা তারপরেই ২০২৪ সালের সরস্বতী পুজো। সরস্বতী পুজো ২০২৪ কবে(Saraswati Puja 2024) আপনি কী জানার চেষ্টা করছেন! তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। Khabor Din Rat এর এই প্রতিবেদনে আপনি জানতে পারবেন ২০২৪ সালের সরস্বতী পুজো(Saraswati Puja) সঠিক সময় এবং তারিখ। সেই সঙ্গে সরস্বতী পুজোর নিয়মাবলী, সরস্বতী পুজো করতে কি কি প্রয়োজন হয়। সরস্বতী পুজো ২০২৪পুষ্পাঞ্জলি সময় এবং মন্ত্র। এছাড়া সরস্বতী পুজো সম্পর্কে যাবতীয় তথ্য পাবেন।
বাংলা এবং বাঙালির এক অন্যতম পুজো হলো সরস্বতী পুজো। পুজোর দিনটিকে বাঙালির নিজস্ব ভ্যালেন্টাইন ডে বললেও কম হবে না। বাঙালি তিথি অনুযায়ী মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো হয়। সাধারণত ছাত্র-ছাত্রীদের কাছে সরস্বতী পূজোর দিনটি অত্যন্ত স্পেশাল হলেও সরস্বতী দেবীর আরাধনা করেন সমস্ত সনাতনী মানুষেরা। এই দিন ছোট ছোট বাচ্চারা হাতে খড়ি দেয় মায়ের বন্দনা করে।
সরস্বতী পূজার ২০২৪ তারিখ এবং সময়
সরস্বতী দেবীর জন্মের ইতিহাস
দেবী সরস্বতীর সৃষ্টি নিয়ে পৌরাণিক অনেক কথা রয়েছে। হিন্দু ধর্মের সর্বোচ্চ আসনে থাকা তিন দেবতা ব্রহ্মা-বিষ্ণু এবং মহেশ্বর। এদের মধ্যে ব্রহ্মা নিজেকে নিজেই জন্ম দিয়েছেন। অর্থাৎ ব্রহ্মার কোনো পিতা-মাতা নেই। পরবর্তীতে ব্রহ্মা যখন ধ্যান এ বসেন তখন তার সমস্ত ভালো গুণগুলিকে একত্রিত করে নারীর আকার দেয়, তিনি হলেন বিদ্যার দেবী সরস্বতী। এইভাবেই ব্রহ্মার মুখ্য গ্রহ থেকেই সরস্বতী দেবীর জন্ম হয়।
সরস্বতী পুজো ২০২৪ তারিখ
2024 সালের 14 ফেরুয়ারী, বাংলা ক্যালেন্ডার অনুসারে ১ ফাল্গুন বুধবার সরস্বতী পুজো পড়েছে।
সরস্বতী পূজো 2024 এর পঞ্চমী তিথি
- পঞ্চমী তিথি শুরু:- 13 ফেরুয়ারী দুপুর 2:40 মিনিটে শুরু হচ্ছে।
- পঞ্চমী তিথি শেষ:- 14 ফেরুয়ারী দুপুর 12:10 মিনিটে শেষ হচ্ছে।
সরস্বতী পূজোর পুষ্পাঞ্জলীর মন্ত্র
ওঁ জয় জয় দেবী চরাচরসারে কুচযুগ-শোভিত মুক্তাহারে। বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমোহস্ততে। নমঃ সরস্বত্যে নমো নিত্যং ভদ্রকাল্যৈ নমো নমঃ। বেদ-বেদাঙ্গ-বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ ।। এষ সচন্দন পুষ্পবিল্ব পত্রঞ্জলি সরস্বত্যৈ নমঃ। (এই মন্ত্রে তিনবার অঞ্জলি দেবেন)
সরস্বতী পুজোর প্রণাম মন্ত্র
নমঃ সরস্বতী মহাভাগে বিদ্যা কমল-লোচনে। বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমোহস্তুতে। জয় জয় দেবী চরাচরসারে কুচযুগশোভিত মুক্তাহারে। বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমোহস্তুতে।
সরস্বতী পুজো ২০২৪ কবে, সরস্বতী পুজোর তাৎপর্য
FAQ
1. 2024 সালের সরস্বতী পুজো কবে?
2024 সালের 14 ফেরুয়ারী বাংলা ক্যালেন্ডার অনুসারে ১ ফাল্গুন বুধবার সরস্বতী পুজো পড়েছে।
2. সরস্বতী পূজো 2024 এর পঞ্চমী তিথি কখন পড়েছে?
পঞ্চমী তিথি শুরু:- 13 ফেরুয়ারী দুপুর 2:40 মিনিটে শুরু হচ্ছে।
পঞ্চমী তিথি শেষ:- 14 ফেরুয়ারী দুপুর 12:10 মিনিটে শেষ হচ্ছে।
3. সরস্বতীর বাহন কে?
সরস্বতীর বাহন হলেন হাঁস।
4. বিদ্যার দেবী কাকে বলা হয়।
সরস্বতীকে বিদ্যার দেবী বলা হয়।
5. সরস্বতী পূজোর পুষ্পাঞ্জলীর মন্ত্র কি?
ওঁ জয় জয় দেবী চরাচরসারে কুচযুগ-শোভিত মুক্তাহারে। বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমোহস্ততে। নমঃ সরস্বত্যে নমো নিত্যং ভদ্রকাল্যৈ নমো নমঃ। বেদ-বেদাঙ্গ-বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ ।। এষ সচন্দন পুষ্পবিল্ব পত্রঞ্জলি সরস্বত্যৈ নমঃ। (এই মন্ত্রে তিনবার অঞ্জলি দেবেন)
6. সরস্বতী দেবীর জন্মের কাহিনী।
ব্রহ্মার মুখ্য গ্রহ থেকেই সরস্বতী দেবীর জন্ম হয়।
0 মন্তব্যসমূহ