পশ্চিমবঙ্গের সরকারি চাকরির খবর | Government Job Update
বিভিন্ন প্রকার নিয়োগ দুর্নীতির মধ্যেই, রাজ্যে একের পর এক সরকারি চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি সামনে আসছে। যারা সরকারি চাকরি করতে ইচ্ছুক এবার কোমর বেঁধে লেগে পড়ুন। ২০২৩ সাল আপনার জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। এরই মাঝে চলে এলো আরো একটি নিয়োগের বিজ্ঞপ্তি।
সরকারি চাকরি প্রার্থীদের জন্য আবারো একটি সুখবর। রাজ্যের ব্লক প্রোগ্রাম কো-অর্ডিনেটর এর আশা পদে একাধিক কর্মী নিয়োগ হতে চলেছে। আমাদের আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পারবেন কতগুলি পদে নিয়োগ হতে চলেছে, নিয়োগের সম্পূর্ণ পদ্ধতি, আপনি আবেদনের যোগ্য কিনা, আবেদনের বয়সসীমা, বেতন সহ একাধিক তথ্য।
আবেদনের যোগ্যতা:- যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Social science/Social Anthropology/Social Work/Rural Development/ Economic এদের যেকোনো একটিতে মাস্টার ডিগ্রি থাকতে হবে। সেই সঙ্গে কম্পিউটারের অভিজ্ঞতা সহ দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সেই সঙ্গে আপনাকে ঝাড় গ্রামের জেলার বাসিন্দা হতে হবে।
আরো পড়ুন:- নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তে নিয়োগ মাসিক বেতন ৪০০০০/-
মোট শূন্যপদের সংখ্যা :- ৩ টি শূন্যপদ।
পদের নাম :- ব্লক কো-অডিনেটর (আশা)
বেতন :- মাসিক বেতন হতে চলেছে ১৬৮০০/- টাকা
বয়স সীমা:- আপনার বয়স ৪০ বছরের মধ্যে হলেই এই চাকরিটির জন্য গণ্য হবেন। সরকারি নির্দেশিকা অনুসারে বিশেষ প্রার্থীদের বয়সের ছাড় থাকবে।
আবেদনের পদ্ধতি:- যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই চাকরিটির জন্য আবেদন করতে চান তাদেরকে সবার প্রথমে অনলাইন থেকে ফর্মটি ডাউনলোড করতে হবে, যেটি আমরা আমরা লিংক এর মাধ্যমে দিয়ে রেখেছি। পরবর্তীতে সেটি পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ যত্ন সহকারে নিচে দেওয়া স্থানে পোস্ট করতে হবে।
ফর্মটি জমা দেয়ার পোস্ট ঠিকানা:- To The Sub-divisional Office & Member Secretary, Jhargram Sub Division, At+ P.O + Dist- Jhargram, Pin- 721507
নিয়োগ পদ্ধতি:- লিখিত পরীক্ষা এবং কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ নেওয়া হবে।
নিয়োগের স্থান:- ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক নম্বর ব্লক, ঝাড়গ্রাম ও নয়াগ্রাম ব্লকে নিয়োগ করা হবে।
Official Website:- Click Here
Official Notice And Application Form:- Download
আরো পড়ুন:- সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের চাকরী
0 মন্তব্যসমূহ