কেন্দ্রীয় সরকারকে চাকরী | Central Government job
কেন্দ্রীয় সরকারে বিপুল চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়াতে টেকনিক্যাল অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশ হয়েছে। বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল।
পদের নাম: টেকনিক্যাল অফিসার।
শূন্যপদ : ২০০ টি।
বেতন : প্রতি মাসে বেতন ২৫,০০০ থেকে ৩১,০০০ টাকা।
বয়সসীমা: এই পদে নিয়োগের জন্য প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সে ছাড়া থাকবে।
যোগ্যতা: যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিম্নলিখিত যেকোনো বিষয়ে ৬০ শতাংশ নম্বর সহ পাশ করতে হবে। CSE/IT/ECE/ EEE/Mech./ Electrical অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে BE/B.Tech /diploma থাকতে হবে।
আবেদন পদ্ধতি : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। ইন্টারভিউয়ের দিন প্রয়োজনীয় ডকুমেন্ট এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র সহ ইন্টারভিউয়ের স্থানে উপস্থিত থাকতে হবে। বিভিন্ন স্তরে প্রাপ্ত নম্বরের শতাংশ, কাজের অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগ হবে।
স্থান : CED Building, Main Factory, Electronics corporation of India Limited. ECIL Post, Hyderabad -500062.
তারিখ : ১১ জানুয়ারী, ২০২৩.
অফিসিয়াল ওয়েবসাইট : https://www.ecil.co.in/
অফিসিয়াল নোটিশ: Download
0 মন্তব্যসমূহ