কেন্দ্রীয় সরকারের জব মেলা | Central Government job update
দেশের তথা রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগের জন্য জব মেলা আয়োজিত করতে চলেছে কেন্দ্রীয় সরকার। পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ চারটি স্থানে এই জব মেলার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে কর্মী নিয়োগ হবে।
-:বিস্তারিত বিবরণ নিম্নে বর্ণিত হলো:-
প্রকল্পের নাম: Eastern Regional Apprenticeship Cum Job Mela.
তারিখ : ৩০ এবং ৩১ জানুয়ারী, ২০২৩.
যোগ্যতা : ২০১৮ - ২০২২ সালের মধ্যে স্নাতক হতে হবে। জেনারেল বিষয় , যেমন : বি.এ, বিএসসি অথবা বি.কম বিষয়ে পাশ হতে হবে। অথবা ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ডিপ্লোমা বা স্নাতক থাকতে হবে।
আরো পড়ুন:- সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ কেন্দ্রীয় সরকারকে ইলেকট্রনিক্স বিভাগে, মাসিক বেতন ২৫-৩১ হাজার টাকা
কোন কোন বিভাগে নিয়োগ হবে: Manufacturing, Healthcare, Retail, Finance এবং Service প্রভৃতি বিভাগে ট্রেনিং এবং নিয়োগ হবে।
বেতন: ট্রেনিং চলাকালে প্রতিমাসে ৯০০০ টাকা স্টাইফেন পাবেন। ট্রেনিং নেওয়ার পর কমপক্ষে ৯০% প্রার্থী চিরস্থায়ী নিয়োগ পাবেন।
স্থান : কলকাতা, পাটনা, গুয়াহাটি, ভুবনেশ্বর এবং জামশেদপুর।
আবেদন পদ্ধতি : সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২৫ জানুয়ারি, ২০২৩.
অফিসিয়াল ওয়েবসাইট : www.bopter.gov.in
0 মন্তব্যসমূহ