Primary TET Answer Key PDF Download 2022 | WB প্রাইমারি অফিসিয়াল উত্তরপত্র ২০২২
প্রকাশিত হলো বহু প্রতীক্ষিত প্রাইমারি টেট পরীক্ষার অফিসিয়াল উত্তরপত্র(WB Primary TET Answer Key Official)। গত ১১ই ডিসেম্বর ২০২২ সারা রাজ্যজুড়ে প্রাইমারি টেট পরীক্ষা(Primary TET) অনুষ্ঠিত হয়েছিল। সেই পরীক্ষা অফিসিয়াল উত্তরপত্র এদিন প্রকাশ করে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। দেখে নিন পশ্চিমবঙ্গ প্রাইমারি অফিসিয়াল উত্তরপত্রের ডাউনলোড প্রক্রিয়া (Primay TET Answer Key Download Process)।
নিচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি পৌঁছে যান পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে এবং দেখে নিন উত্তরপত্র। যদি কোন প্রশ্নের অ্যানসারকে চ্যালেঞ্জ জানাতে চান কোন প্রার্থী! সেক্ষেত্রে চ্যালেঞ্জ করার ব্যবস্থাও চালু করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ।
Primary TET 2022 উত্তরপত্র কিভাবে চ্যালেঞ্জ করা যাবে?
পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আগামী ১৩ই জানুয়ারি ২০২৩, শুক্রবার থেকে ১৭ ই জানুয়ারি ২০২৩, মঙ্গলবার পর্যন্ত দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যানসার কী-এর যে কোনো উত্তরের ক্ষেত্রেই চ্যালেঞ্জ জানাতে পারে পরীক্ষার্থীরা।
WB Primary TET 2022 উত্তরপত্র চ্যালেঞ্জ করতে হলে কত টাকা দিতে হবে ?
সেক্ষেত্রে প্রতিটি প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের ৫০০ টাকা করে দিতে হবে। ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে। কোনো চ্যালেঞ্জ যদি পর্ষদ কর্তৃক গৃহীত হয় সেক্ষেত্রে সেই উত্তরটি পর্ষদের বিশেষজ্ঞ টিম খুঁটিনাটি ভাবে পর্যবেক্ষণ করে পুনরায় উত্তর পত্র প্রকাশ করা হবে। এবং সেই প্রার্থীর ৫০০ টাকা NEFT এর মাধ্যমে ফেরত দেওয়া হবে।
How to Download Primary TET Answers key 2022 | কিভাবে প্রাইমারি উত্তরপত্র আপনি ডাউনলোড করবেন
আপনি প্রাইমারি টেট আনসার কি ডাউনলোড(Primary TET Answers Key Download) করতে চাইলে নিচে দেওয়া স্টেপ গুলি একের পর এক ফলো করুন
Step -1: সবার প্রথমে আপনাকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েব সাইটে যেতে হবে (https://www.wbbpe.org/)।
Step-2: মধ্যশিক্ষা পর্ষদের নোটিশ বোর্ডে লক্ষ্য করবেন প্রাইমারি টিট এনসার কি ২০২২ (Primay TET Answers Key 2022)। ওই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে।
Step-3: অপশন কিটি ডাউনলোড হয়ে গেলে খুব সহজেই আপনি ফোনে বা আপনার ল্যাপটপে দেখতে পাবেন।
Primay TET Cut Off Marks | প্রাইমারি টেট উত্তীর্ণ হওয়ার নম্বর
প্রাইমারি টেটি আপনারা ১৫০ দিয়েছেন (MCQ)। যেখানে জেনারেল বিভাগের ছাত্র-ছাত্রীদের ৯০ নম্বর পেতে হবে এবং ST/SC/OBC/PH প্রার্থীদের ৮২.৫ নম্বর পেতে হবে।
- General - ৯০ নম্বর
- SC - ৮২.৫ নম্বর
- ST - ৮২.৫ নম্বর
- OBC - ৮২.৫ নম্বর
- PH - ৮২.৫ নম্বর
Primay TeT Answers Key PDF 2022 And Official Website
প্রাইমারি টেট উত্তরপত্র :- Download
অফিসিয়াল ওয়েবসাইট:- https://www.wbbpe.org/
আরো পড়ুন:- নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে নিয়োগ, মাসিক বেতন ৪০০০০/-
আরো পড়ুন:- সরাসরি ইন্টারভিউর মাধ্যমিক স্কুলের গ্রুপ-ডি এবং নাইট গার্ডের নিয়োগ
0 মন্তব্যসমূহ