Weather Update Today: গাঙ্গেয় বঙ্গে বৃষ্টির সম্ভাবনা, সপ্তাহের শুরুতে আবারো জাঁকিয়ে শীত

West Bengal Weather Report: আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আবারো নামবে তাপমাত্রা পারদ জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হবে রাজ্যে, সঙ্গে থাকছে বৃষ্টি

আজকের আবহাওয়ার খবর | West Bengal Weather Report Today


জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হয়েছে পুরো রাজ্যজুড়ে। গত দুবছরের তুলনায় এই বছর শীতের দাপট বেশি দেখা যাচ্ছে। অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে আগামী ৩ থেকে ৪ দিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও পরবর্তী সপ্তাহে পুনরায় হাড় কাঁপানো শীতের পরিস্থিতি তৈরি হবে রাজ্যজুড়ে। অন্যদিকে বিভিন্ন মডেল অনুযায়ী আগামী ১৭ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে গাঙ্গেয় বঙ্গের একাধিক জেলায়।


কবে কমবে শীত দক্ষিণবঙ্গে

আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আগামী ১৩ থেকে ১৫ তারিখ পর্যন্ত দিনের তাপমাত্রা থাকবে ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং রাতের তাপমাত্রা থাকবে ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসে আশপাশে। তবে ১৭ তারিখের পর থেকেই ফের তাপমাত্রা নামবে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। পুনরায় জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হবে রাজ্যজুড়ে।


উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘন্টা আপাতত তাপমাত্রা তেমন কোন পরিবর্তন হবে না সেই সঙ্গে বৃষ্টিরও তেমন কোনো সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে তবে ভোরের দিকে আংশিক কুয়াশা সম্ভাবনা থাকছে। হিমালয়ের পাদদেশ অঞ্চলগুলিতে আগামী ১৬ তারিখ নাগাদ আকাশ মেঘলা থাকতে পারে খুব হালকা বৃষ্টিও পরিস্থিতি তৈরি হতে পারে।।

আরো পড়ুন:- আপাতত শীতের আমেজ বজায় থাকবে, কলকাতাতেও ভবিষ্যতে বরফ পড়তে পারে

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর

আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায় আগামী ৪৮ ঘন্টায় অর্থাৎ ১৪ ই জানুয়ারী শনিবার বিকেলের মধ্যে আপাতত আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। সেই সঙ্গে তাপমাত্রার ও তেমন কোন পরিবর্তন হবে না। তবে ১৭ এবং ১৮ তারিখ নাগাদ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনার কিছু অংশে আকাশ মেঘলা থাকবে সেই সঙ্গে বৃষ্টিরও সম্ভাবনা তৈরি হতে পারে। এমনই আপডেট উঠে এসেছে বিভিন্ন আবহাওয়ার মডেলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ