West Bengal Weather Update: আজও বজ্রবিদ্যুৎ সহ স্বস্তির বৃষ্টি বাংলায়, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা

আজকের আবহাওয়ার পূর্বাভাস


Weather Update: গত কয়েকদিন ধরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ৭ জেলাতে এবং উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশে সংলগ্ন ৫ জেলাতে। তবে আগামী মাস অর্থাৎ মে মাসই আসতে চলেছে দুর্যোগ। বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত সেখান থেকেই ঘূর্ণিঝড়ে আশঙ্কা। আপাতত তাপমাত্রা বড় কোন পরিবর্তন নেই বাংলার কোথাও।


উত্তরবঙ্গের আবহাওয়ার খবর(North Bengal Weather)

আজ এখুনি দেওয়া আলিপুরা দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয়ের পাদদেশ সংলগ্ন দার্জিলিং, জলপাইগুড়ি কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বিস্তীর্ণ অঞ্চলে। শুক্রবারেও আপাতত বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। সেই সঙ্গে এই মুহূর্তে আপাতত তাপমাত্রা পরিবর্তনের কোন সম্ভাবনা নেই।


দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস(South Bangal Weather)

আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তর এর পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর-দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অঞ্চলে। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ শুক্রবার ও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব-পশ্চিম মেদনাপুর, ঝারগ্রাম, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা জেলার বিস্তীর্ণ অঞ্চলে। আপাতত তাপমাত্রা পরিবর্তনের তেমন কোন সম্ভাবনা নেই।

আরো পড়ুন:-আজ বাংলার ১৫ জেলায় বৃষ্টির সম্ভাব

কলকাতার আবহাওয়ার পূর্বাভাস(Kolkata Weather Report)

আজ কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই তবে পরবর্তী ২৪ ঘন্টাই অর্থাৎ শুক্রবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতায়। আপাতত তাপমাত্রা পরিবর্তনের কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ