আজ ১ লা মার্চ বুধবার আজকের রাশিফল অনুযায়ী লক্ষ্মী লাভ হতে চলেছে বেশ কয়েকটি রাশির, ব্যবসায় উন্নতি হতে পারে, লাগতে পারে লটারি। চলুন এক নজরে দেখে নেয়া যাক মিথুন রাশির আজকের রাশিফল(Ajker Rashiphal)।
মিথুন রাশির আজকের রাশিফল ১ মার্চ , ২০২৩ (Gemini Today Horoscope)
- শুভ সংখ্যা:- ৭
- শুভ দিক:- দক্ষিণ
- শুভ রং:- সাদা
- শুভ রত্ন:- পান্না
স্বাস্থ্যের পরিস্থিতি:- আজকে আপনার বিগত দিনের তুলনায় আজকে বেশি পরিশ্রম হতে পারে তাই আপনার জরুরি বিশ্রাম নেওয়া নাহলে শরীর খারাপ হতে পারে। বিশেষ করে আবহাওয়া পরিবর্তনের কারণে আপনার ঠান্ডা লাগতে পারে এবং নানা রকম সমস্যা দেখা দিতে পারে আগে থেকেই সুযোগ থাকুন এবং সতর্কতা অবলম্বন করুন।
আর্থিক পরিস্থিতি:- আজ আর্থিক দিক দিয়ে মোটামুটি দিনটি ভালো যাবার সম্ভাবনা রয়েছে।আজ ইনকাম বৃদ্ধি পেতে পারে।প্রয়োজন ছাড়া অর্থ বিনিয়োগ করতে যাবেন না টাকা ধার দেওয়া থেকে বিরত থাকবেন সেক্ষেত্রে আপনার দিনটি ভালো যাবে।
পারিবারিক পরিস্থিতি:- আজ পরিবারকে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন পারিবারিক কোনো ঝামেলা বাধার সুযোগ রয়েছে তাই সেদিকে একটু ধ্যান রাখবেন অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলা প্রয়োজনীয় রয়েছে সেটা প্রেমের ক্ষেত্রে হতে পারে বা পারিবারিক ক্ষেত্রে ও হতে পারে।
প্রেম ও দাম্পত্য জীবন:- প্রেমের ব্যাপারে আজ কোন সিদ্ধান্ত একা একা নিবেন না তাই সেদিকে একটু সতর্কতা অবলম্বন করবেন।আজ যারা প্রেম করছেন লুকিয়ে লুকিয়ে তাদের ক্ষেত্রে আজ প্রেমের বিষয়টা জানাজানি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সেদিকে সতর্ক থাকার চেষ্টা করবেন।
আরো পড়ুন:- বাকি ১১ টি রাশির রাশিফল দেখুন এক নজরে!
ব্যবসায়িক রাশিফল :- আজ ব্যবসায় এর ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো আপনার জন্য। আজ যারা ছোটখাটো ব্যবসা শুরু করতে চাইছেন যেমন স্টেশনারি দোকান হোক রেস্টুরেন্ট হোক কিংবা খাওয়ার দোকান হোক কোন ছোটখাটো ব্যবসায়ে আপনার আজ ভালো পজেটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে।
0 মন্তব্যসমূহ