আজ ১ লা মার্চ বুধবার আজকের রাশিফল অনুযায়ী লক্ষ্মী লাভ হতে চলেছে বেশ কয়েকটি রাশির, ব্যবসায় উন্নতি হতে পারে, লাগতে পারে লটারি। চলুন এক নজরে দেখে নেয়া যাক বৃষ রাশির আজকের রাশিফল(Ajker Rashiphal)।
বৃষ রাশির আজকের রাশিফল ১ মার্চ, ২০২৩ (Taurus Today Horoscope)
- শুভ সংখ্যা:- ৩
- শুভ দিক:- উত্তর
- শুভ রং:- সবুজ
- শুভ রত্ন:- সাদা প্রবাল
স্বাস্থ্যের পরিস্থিতি:- আজকে আপনার স্বাস্থ্য মোটামুটি ভাল কাটবে খুব ভালো নয় তবে নিজের শরীরের দিকে একটু নজর রাখবেন। কোমর ব্যথা,চোখে সমস্যা ইত্যাদি দেখা যেতে পারে তাই সাবধানতা অবলম্বন করতে পারেন বা ডাক্তারের পরামর্শ নিতে পারেন।
আর্থিক পরিস্থিতি:- কোনোভাবে আজ আপনাদের জন্য অর্থ ক্ষতির সম্ভাবনা রয়েছে তাই সতর্ক থাকবেন।আজ যেকোনো পরিস্থিতিতে চোখ কান খোলা রাখার চেষ্টা করতে পারেন কারণ আজ আপনার শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারেন।আজ আইনিয়ও কোনো জটিলতার মধ্যে পড়ার সম্ভাবনা রয়েছে তাই বেআইনি কোনো ব্যাপারে থাকবেন না এবং প্রশ্রয় দিবেন না সজাগ থাকবেন ।
পারিবারিক পরিস্থিতি:- পারিবারিক দিক দিয়ে আজ দিনটি মোটামুটি ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আজ যদি পরিবারের কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি থেকে থাকে তাহলে নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার চেষ্টা করতে পারেন সেক্ষেত্রে আজ আপনার জন্য দিনটি ভালো যাবে।
প্রেম ও দাম্পত্য জীবন:- আজ ভালোবাসার মানুষকে হারানোর কোনো ভয় থাকবে না সে বিষয়ে নিশ্চিন্ত থাকবেন আর একটা বিষয়ে লক্ষ্য রাখবেন যে বাইরের কোনো তৃতীয় ব্যাক্তি যেনো নিজেদের মধ্যে না ঢোকে নিজেদের মধ্যে এই বিষয়ে আগে থেকে বোঝাপড়া করে নিবেন।
আরো পড়ুন:- বাকি ১১ টি রাশির রাশিফল দেখুন এক নজরে!
ব্যবসায়িক রাশিফল :- আজ আপনাদের দিনটি মোটামুটি ভালো যাবার সম্ভাবনা রয়েছে। আজ কাউকে কথা দেওয়ার ক্ষেত্রে যেমন বন্ধু বান্ধবের ক্ষেত্রে হোক প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে হোক কারুর কাছে কোনরকম কথা দেওয়ার ক্ষেত্রে সজাগ থাকুন।
0 মন্তব্যসমূহ