আজ ৬ই মার্চ সোমবার আজকের রাশিফল অনুযায়ী লক্ষ্মী লাভ হতে চলেছে বেশ কয়েকটি রাশির, ব্যবসায় উন্নতি হতে পারে, লাগতে পারে লটারি। চলুন এক নজরে দেখে নেয়া যাক কুম্ভ রাশির আজকের রাশিফল(Ajker Rashiphal)।
কুম্ভ রাশির আজকের রাশিফল ৬মার্চ,২০২৩ (Aquarius Today Horoscope)
- শুভ সংখ্যা:-৪
- শুভ দিক: - পশ্চিম
- শুভ রং:- কমলা
- শুভ রত্ন:- নীলা
স্বাস্থ্যের পরিস্থিতি:- স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি মোটামুটি ভালো যাবে ।আজ আপনি রাস্তাঘাটে চলাফেরা এর ক্ষেত্রে দেখে শুনে করবেন না হলে চোট পাওয়া সম্ভবনা আছে ।যানবাহনে চলাচলের ক্ষেত্রেও সতর্ক থাকবেন আজ কোন সমস্যার মুখে পড়তে পারেন তাই ডাক্তারের পরামর্শ নিয়ে রাখবেন।
আর্থিক পরিস্থিতি:- আর্থিক দিক দিয়ে মোটামুটি দিনটি এতটাও ভালো যাবে না আজ আপনি কিছু পরিমাণ অর্থ হারাতে পারেন তাই সজাগ থাকবেন এবং সাবধানতা অবলম্বন করবেন।
পারিবারিক পরিস্থিতি:- পারিবারিক দিক দিয়ে দিনটি মোটামুটি ভালো যাবে পরিবারের সঙ্গে ভালো সময় কাটান এবং পরিবারের মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখুন না হলে পরবর্তীকালে ভুল বোঝাবুঝির সম্ভাবনা আছে তাই সেই বিষয়ে সতর্ক থাকবেন।
প্রেম ও দাম্পত্য জীবন:- প্রেম ও দাম্পত্য জীবন ভালো কাটবে। নিজেদের মধ্যে ভালো সময় কাটান এবং কোন ভুল বোঝাবুঝি থাকলে তা মিটিয়ে নিন না হলে সম্পর্ক ভাঙ্গার সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবনের কোন সিদ্ধান্ত নেয়ার আগে ভালো ভাবে ভেবেচিন্তে পরিকল্পনা করে সিধান্ত নিবেন।
আরো পড়ুন:- বাকি রাশিগুলির আজকের রাশিফল দেখুন।
ব্যবসায়িক রাশিফল :- আজ সবার মন যুগিয়ে চললে সমস্যায় পড়তে পারেন তাই সবার যুগিয়ে চলা থেকে বিরত থাকুন।আজ যারা online কোনো কাজের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও দিনটি মোটামুটি ভালো যাচ্ছে।টাকা পয়সা ধার দেওয়া থেকে আজ বিরত থাকবেন।
0 মন্তব্যসমূহ