Capricorn Rashi Ajker Rashiphal 6th March In Bangali | আজকের রাশিফল মকর রাশি ৬ই মার্চ সোমবার

আজকের রাশিফল মকর রাশি


আজ ৬ই মার্চ সোমবার আজকের রাশিফল অনুযায়ী লক্ষ্মী লাভ হতে চলেছে বেশ কয়েকটি রাশির, ব্যবসায় উন্নতি হতে পারে, লাগতে পারে লটারি। চলুন এক নজরে দেখে নেয়া যাক মকর রাশির আজকের রাশিফল(Ajker Rashiphal)


মকর রাশি আজকের রাশিফল ৬মার্চ,২০২৩সোমবার ( Capricorn Today Horovscope)


  • শুভ সংখ্যা:- ১১
  • শুভ দিক:- দক্ষিণ
  • শুভ রং:- লাল
  • শুভ রত্ন:- ইন্দ্রনীলা


স্বাস্থ্যের পরিস্থিতি:- স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি মোটামুটি ভালই যাবে তবে তেল, মশলা জাতীয় খাবার থেকে দূরে থাকবেন যদি পারেন নিয়মিত সকলেই ঘুম থেকে উঠবেন এবং যোগব্যায়াম ইত্যাদির মাধ্যমে দিনটি কাটাবেন তাতে আপনার মোটামুটি দিনটি ভালো যাবে।


আর্থিক পরিস্থিতি:- কোনো না কোনো উপায়ে আজ অর্থ উপার্জন করতে পারেন।আর্থিক দিক দিয়ে আজ দিনটি ভালো যাবে। আজ প্রিয়জনের কাছ থেকে উপহার পেতে পারেন সেই দিক দিয়ে আজ আপনার আর্থিক যোগ মোটামুটি ভালো রয়েছে।


পারিবারিক পরিস্থিতি:- পারিবারিক দিক দিয়ে আজকে সাহায্য পাবেন আপনি কোন কারনে পরিবারের সঙ্গে ভুল বোঝাবুঝি থাকলেও তা আজকে মিটিয়ে নিতে পারেন সে ক্ষেত্রে ও আজকের দিনটি আপনার জন্য খুবই ভালো।


প্রেম ও দাম্পত্য জীবন:- প্রেম ও দাম্পত্য জীবনে দিনটি আজকে আপনার পক্ষে ভালই। বেশি দুশ্চিন্তা করার দরকার নেই আপনার দিনটি আজকে এমনিতে খুব ভালো কাটবে। কাছের মানুষকে একটু সময় দিন এবং যদি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করতে চাইছেন তা করতে পারেন সে ক্ষেত্রে আজকে দিনটি খুব ভালো।


আরো পড়ুন:- বাকি রাশিগুলির আজকের রাশিফল দেখুন


ব্যবসায়িক রাশিফল :- ব্যবসায়িক দিক দিয়ে দিনটি মোটামুটি ভালো যাবে তবে যারা শেয়ার মার্কেটের সঙ্গে বা অনলাইনে সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে দিনটি তেমনটা ভালো যাবে না তাই কোন সিদ্ধান্ত নিতে গেলে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিবেন নাহলে দিনটি আপনাদের মোটামুটি ভালো যাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ