আজ ৯ই মার্চ বৃহস্পতিবার আজকের রাশিফল অনুযায়ী লক্ষ্মী লাভ হতে চলেছে বেশ কয়েকটি রাশির, ব্যবসায় উন্নতি হতে পারে, লাগতে পারে লটারি। চলুন এক নজরে দেখে নেয়া যাক তুলা রাশির আজকের রাশিফল(Ajker Rashiphal)।
তুলা রাশির আজকের রাশিফল ৯ই মার্চ, ২০২৩ (Libra Today Horoscope)
- শুভ সংখ্যা:- ১৯
- শুভ দিক:- দক্ষিণ
- শুভ রং:- সবুজ
- শুভ রত্ন:- হীরে
স্বাস্থ্যের পরিস্থিতি:- স্বাস্থ্য আজ আপনার ভালো থাকবে। শরীরের প্রতি একটু নজর দিবেন। মাথার যন্ত্রণা পেটের সমস্যা থাকতে পারে, গুরুজনদের নিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে পারে।
আর্থিক পরিস্থিতি:- আর্থিক পরিস্থিতি এই দিন মোটামুটি ভালো থাকতে চলেছে, কোন জিনিস কেনাকাটার সম্ভাবনা রয়েছে এই দিন।
পারিবারিক পরিস্থিতি:- পরিবারের সকলকে নিয়ে আনন্দতেই কাটবে দিনটি। পরিবারকে কিছুটা সময় দেয়ার চেষ্টা করুন, পরিবারের সকলকে নিয়ে কাছে কোথাও ভ্রমনে যেতে পারেন।
প্রেম ও দাম্পত্য জীবন:- প্রেম ও দাম্পত্য জীবন ও ভালো কাটবে।তবে একটু বেশি সময় দিবেন দাম্পত্য জীবনে নিজেদের মধ্যে কোনো কিছু লুকাতে যাবেন না তাতে সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। যারা অবিবাহিত তাদের জন্য আজ ভালো সম্বন্ধ আসার সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন:- বাকি রাশিগুলির আজকের রাশিফল দেখুন।
ব্যবসায়িক রাশিফল :- ব্যাবসায়ের ক্ষেত্রেও আজ দিনটি ভালো আজ যদি নতুন কোনো ব্যাবস্থা করার চিন্তা করে থাকেন তাহলে করতে পারেন সেক্ষেত্রে ও দিনটি আজ আপনার জন্য খুব ভালো।
0 মন্তব্যসমূহ