আজ ৯ই মার্চ বৃহস্পতিবার আজকের রাশিফল অনুযায়ী লক্ষ্মী লাভ হতে চলেছে বেশ কয়েকটি রাশির, ব্যবসায় উন্নতি হতে পারে, লাগতে পারে লটারি। চলুন এক নজরে দেখে নেয়া যাক সিংহ রাশির আজকের রাশিফল(Ajker Rashiphal)।
সিংহ রাশির আজকের রাশিফল ৯ই মার্চ, ২০২৩ (Leo Today Horoscope)
- শুভ সংখ্যা:- ,৯
- শুভ দিক:- দক্ষিণ
- শুভ রং:- গোলাপী
- শুভ রত্ন:- চুনি
স্বাস্থ্যের পরিস্থিতি:- স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত থাকবে না দিন, আজ চিকিৎসকের পরামর্শ নিতে পারে, স্বাস্থ্য ক্ষেত্রে বেশ কিছুটা অর্থ ব্যয় হতে চলেছে আজ।
আর্থিক পরিস্থিতি:- অযথা অতিরিক্ত ব্যয়ের কারণে আর্থিক সমস্যা দেখা দিবে এই দিন। চিকিৎসা ক্ষেত্রেও কিছুটা অর্থ ব্যয় হতে চলেছে। তবে ব্যবসা এবং বেশ কয়েকটি দিক থেকে অর্থ লাভ হতে চলেছে সেই দিন।
পারিবারিক পরিস্থিতি:- আজ যে কাজটি আপনি করতে চাইছেন সেই কাজটি করতে পারেন তাতে আজকের দিনটি আপনার ক্ষেত্রে খুবই ভালো যাচ্ছে। আজ নিজের উপরে আত্মনির্ভরশীল হন যাতে আপনার জন্য বা আপনার পরিবারের জন্য খুবই ভালো হয়।
প্রেম ও দাম্পত্য জীবন:- প্রেম ও দাম্পত্য জীবনে দিনটি আজকে আপনার পক্ষে ভালই। বেশি দুশ্চিন্তা করার দরকার নেই আপনার দিনটি আজকে এমনিতে খুব ভালো কাটবে।
আরো পড়ুন:- বাকি রাশিগুলির আজকের রাশিফল দেখুন।
ব্যবসায়িক রাশিফল :- ব্যবসায়ীদের ক্ষেত্রে দিনটি ভালো যেতে চলেছে, অতিরিক্ত মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে এই দিন। ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে বড় কোন সুযোগ আসতে পারে।
0 মন্তব্যসমূহ