আজ ২৩ মার্চ বৃহস্পতিবার আজকের রাশিফল অনুযায়ী লক্ষ্মী লাভ হতে চলেছে বেশ কয়েকটি রাশির, ব্যবসায় উন্নতি হতে পারে, লাগতে পারে লটারি। চলুন এক নজরে দেখে নেয়া যাক কর্কট রাশির আজকের রাশিফল(Ajker Rashiphal)।
কর্কট রাশির আজকের রাশিফল ২৩ মার্চ,২০২৩ (Cancer Today Horoscope)
- শুভ সংখ্যা:- ৫৫
- শুভ দিক:- পূর্ব
- শুভ রং:- হলুদ
- শুভ রত্ন:- মুনস্টোস
স্বাস্থ্যের পরিস্থিতি:- স্বাস্থ্যই দিন তেমন একটা ভালো থাকবে না, কোন ক্ষতস্থান থেকে বড় কোন সমস্যার তৈরি হবে। মাথার যন্ত্রণা মানসিক চাপ থাকবে এই দিন।
আর্থিক পরিস্থিতি:- আর্থিক অবস্থা তেমন একটা ভালো থাকবে না, অতিরিক্ত অর্থ ব্যয় হবে সংসারে যে কারণে মানসিক চাপ তৈরি হবে। আয়ের থেকে ব্যয় বেশি হবে এই দিন।
পারিবারিক পরিস্থিতি:- স্বামী স্ত্রীর মধ্যে সামান্য মনোমালিন্য হলেও বাকি পরিবারের ক্ষেত্রে দিনটি ভালো যেতে চলেছে। পরিবারের সকলকে নিয়ে কাছে কোথাও ভ্রমণের পরিস্থিতি তৈরি হতে পারে।
প্রেম ও দাম্পত্য জীবন:- প্রেমিক-প্রেমিকাদের ক্ষেত্রে তিনটি ভালো যদি চলেছে তবে দাম্পত্য জীবনে মনোমালিন্য তৈরি হবে। কিছুটা বুঝেশুনে কথা বলা উচিত আজ।
আরো পড়ুন:- বাকি রাশিগুলির আজকের রাশিফল দেখুন।
ব্যবসায়িক রাশিফল :- ব্যবসার ক্ষেত্রে আজকে তেমন কোন বড় পরিবর্তন নেই। এইদিন ব্যবসায় তেমন কোন লাভের সম্ভাবনা নেই ব্যবসার ক্ষেত্রে চাপ বৃদ্ধি পেতে পারে।
0 মন্তব্যসমূহ