আজ ২৩ মার্চ মার্চ বৃহস্পতিবার আজকের রাশিফল অনুযায়ী লক্ষ্মী লাভ হতে চলেছে বেশ কয়েকটি রাশির, ব্যবসায় উন্নতি হতে পারে, লাগতে পারে লটারি। চলুন এক নজরে দেখে নেয়া যাক কন্যা রাশির আজকের রাশিফল(Ajker Rashiphal)।
কন্যা রাশির আজকের রাশিফল ২৩ মার্চ,(Virgo Today Horoscope)
- শুভ সংখ্যা:- ৬২
- শুভ দিক:- দক্ষিণ
- শুভ রং:- সাদা
- শুভ রত্ন:- পান্না
স্বাস্থ্যের পরিস্থিতি:- স্বাস্থ্যই দিন মোটামুটি স্বাভাবিক থাকলে চলেছে, কিছুটা পেটের সমস্যা থাকতে পারে। ছোটখাটো সমস্যা ছাড়া আপাতত বড় কোন সমস্যা দেখা দেবে না।
আর্থিক পরিস্থিতি:- আর্থিক পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক থাকতে চলেছে এই দিন ব্যবসায়ীদের ক্ষেত্রে অতিরিক্ত লাভের সম্ভাবনা রয়েছে।
পারিবারিক পরিস্থিতি:- পারিবারিক দিক দিয়ে আজ দিনটি ভালো যাবে আজ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাবা-মার পরামর্শ নিবেন তাতে দিনটি আপনার ভালো যাবে পরিবারের বয়স্ক মানুষের ক্ষতির আশঙ্কা রয়েছে তাই সেই বিষয়ে সজাগ থাকবেন।
প্রেম ও দাম্পত্য জীবন:- প্রেমিক প্রেমিকার মধ্যে দূরত্ব বাড়তে পারে, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য তৈরি হবে। আজ কিছুটা সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।
আরো পড়ুন:- বাকি রাশিগুলির আজকের রাশিফল দেখুন।
ব্যবসায়িক রাশিফল :- যারা যৌথ ভাবে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আজ ব্যবসার যোগ আজ ভালো হতে চলেছে।তবে আজকে সিদ্ধান্ত নিতে গিয়ে একটু দন্দর মুখে পড়তে পারেন তাই আগে থেকে সজাগ থাকুন বুঝে শুনে কথা বলবেন বেশি কথা বলতে যাবেন না।
0 মন্তব্যসমূহ