Weather Report: তাপপ্রবাহের হাত থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে বাংলা। উত্তরবঙ্গের সব জেলাতে এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই গত কয়েকদিনে বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে বাংলার একাধিক জেলায়, সেই সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়ো হাওয়া এবং শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তবে এই স্বস্তির পরিবেশ বেশিদিন উপভোগ করতে পারবে না বঙ্গবাসী, বুধবারের পর থেকে ফের তামমাত্রা বাড়তে চলেছে বাংলার সবকটি এরাতেই।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর (North Bengal Weather Report)
উত্তরবঙ্গের ক্ষেত্রে আপাতত আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোন সম্ভাবনা নেই তবে তাপমাত্রা গত কয়েক দিনের তুলনায় কমেছে। ইতিমধ্যেই গত কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের সব কটি জেলাতে সেইসঙ্গে বিক্ষিপ্তভাবে কথাও কোথাও শিলা বৃষ্টিও হয়েছে। আপাতত দুইদিন তাপমাত্রার বড় কোন পরিবর্তন হবে না উত্তরবঙ্গের জেলাগুলিতে তারপর থেকে ফের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন: আগামী ৪৮ ঘন্টায় প্রবল ঝড় বৃষ্টি বন্ধ
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস South Bangal Weather Report)
আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ২৫শে এপ্রিল মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, উত্তর-দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায়। সেই সঙ্গে এই জেলাগুলিতে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়ো হওয়া বলতে পারে। তবে বুধবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে বাংলায়। ফের তাপমাত্রা বৃদ্ধি পাবে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বাংলায়।
কলকাতার আবহাওয়ার খবর (Kolkata Weather Report)
আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায় আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার বিস্তীর্ণ এলাকা জুড়ে। যদিও আবহাওয়া দপ্তরের পূর্বাকাশ অনুযায়ী গত কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃষ্টি হয়নি শহর কলকাতায়। তবে বুধবার থেকে ফের তাপমাত্রা বৃদ্ধির পরিস্থিতি তৈরি হতে পারে।
0 মন্তব্যসমূহ