West Bengal Weather: আগামী ৪৮ ঘন্টায় প্রবল ঝড় বৃষ্টি আসছে বঙ্গে

 

আজকের আবহাওয়ার খবর

Weather Report: আবহাওয়ার বড় পরিবর্তন হতে চলেছে বাংলায়। আপাতত বৃষ্টি বজায় থাকবে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের সবকটি জেলাতে প্রায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মে এবং জুন মাসে ঘূর্ণিঝড়ের প্রবণতা দেখা যায় বঙ্গোপসাগরে, সে ক্ষেত্রে আগামী মাসে শুরু থেকেই ঝড়-বৃষ্টি এবং বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সম্ভাবনা তৈরি হতে পারে। বর্তমানে তাপমাত্রার বড় কোন পরিবর্তন হবে না, সর্বোচ্চ তাপমাত্রা থাকতে চলেছে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপাতত তাপপ্রবাহের তেমন কোন সম্ভাবনা নেই।


উত্তরবঙ্গের আবহাওয়ার খবর (North Bengal Weather Report)

আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বিস্তীর্ণ অঞ্চলে। বাকি জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। পরবর্তী ২৪ ঘন্টাতেও একইভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আপাতত তাপমাত্রার বড় কোন পরিবর্তন হবে না।

আরো পড়ুন: আগামী ১-২ ঘণ্টায় এইগুলিতে ঝড়-বৃষ্টি

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর (South Bangal Weather Report)

আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর-দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অঞ্চলে। বাকি যেরাগুলির কোথাও আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। পরবর্তী ২৪ ঘিন্টাতেও এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সেইসঙ্গে শিলাবৃষ্টি সম্ভাবনা রয়েছে। আপাতত তাপমাত্রা পরিবর্তনের তেমন কোন সম্ভাবনা নেই।


কলকাতার আবহাওয়ার পূর্বাভাস (Kolkata Weather Report Today)

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘন্টায় আপাতত কলকাতায় বৃষ্টির কোন সম্ভাবনা নেই। বর্তমান তাপমাত্রারও তেমন বড় কোন পরিবর্তন হবে না। আপাতত আগামী দিন থেকে চার দিন আবহাওয়া এমনই থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ