Weather Report Today: অবশেষে সুখবর শোনালো আবহাওয়া দপ্তর, বৃষ্টি নামতে চলেছে বাংলায়

আজকের আবহাওয়ার খবর

Weather Update: জৈষ্ঠ মাস শেষের দিকে চলে এলেও এখনো তেমন বৃষ্টির দেখা পাচ্ছে না বঙ্গবাসী, এক ফোঁটা বৃষ্টির জন্য চাতকের ন্যায় তাকিয়ে আছে রাজ্যবাসী। অতিরিক্ত গরমে অস্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। তাপপ্রবাহ চলছে গত কয়েক দিন ধরে। তবে তারই মাঝে কিছুটা স্বস্তির খবর শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর(Alipur Weather Office)। আগামী রবিবার থেকে আবহাওয়া বদলাতে পারে শহর কলকাতায়। বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে জেলায় জেলায়।

আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চার থেকে পাঁচ দিন একইভাবে তপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝারগ্রাম, হাওড়া, হুগলি, নদীয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর-দক্ষিণ দিনাজপুর জেলার। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ শুক্রবারের ক্ষেত্রেও একই ভাবে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লু বইবে এই জেলাগুলিতে।

আরো পড়ুন:- আগামী ৪৮ ঘন্টার মধ্যে আবহাওয়ার বদল

অন্যদিকে আগামী রবিবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতায়, বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনা জেলায় বিস্তীর্ণ অঞ্চলে। পরবর্তীতে ১৫ তারিক নাগাদ বৃষ্টি তীব্রতা বাড়বে ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে জেলায় জেলায়।

আগামী সপ্তাহে উত্তরবঙ্গে বর্ষা আসার কথা জানাচ্ছি আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রথমে বর্ষার বৃষ্টি শুরু হবে পরবর্তীতে সেটি দক্ষিণবঙ্গের দিকে অগ্রসর হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ