Bangal Weather Report: স্বস্তির পূর্বাভাস ঝড় বৃষ্টি আসছে কলকাতার সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

আজকের আবহাওয়ার খবর ১০ জুন

অবশেষে খুশির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর, বর্ষা এসে গেল বাংলায়, ইতিমধ্যেই বর্ষার বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপাতত চলতি সপ্তাহের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষার আগমন হতে চলেছে। যার জেরে প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে।ফলে তাপপ্রবাহের হাত থেকে মুক্তি পেতে চলেছে বঙ্গবাসী।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজও তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে পশ্চিমে জেলাগুলিতে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, ঝারগ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল থেকে তাপপ্রবাহ কমবে বৃষ্টি বাড়বে বাংলায়।


উত্তরবঙ্গের আবহাওয়ার খবর(North Bangal Weather)

আজ এখুনি দেওয়া আলিপুরা দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বিস্তীর্ণ অঞ্চলে। পরবর্তী ৪৮ ঘণ্টায় অর্থাৎ ১১ তারিখ এবং ১২ তারিখ এই বৃষ্টির তীব্রতা আরও বাড়বে, ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে হিমালয়ের পাদদেশ সংগ্রহ কোন পাঁচ জেলায়। আপাততাপপ্রবাহের কোন সম্ভাবনা নেই।

আরো পড়ুন:- আগামী ৪৮ ঘন্টায় ঝেপে নামতে চলেছে বৃষ্টি

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস (South Bangal Weather)

আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ অঞ্চলে সেই সঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অঞ্চলে। আপাতত আগামীকালের তাপমাত্রা বড় কোন পরিবর্তন হবে না। সোমবার থেকে বাড়বে বৃষ্টির দাপট।


কলকাতার আবহাওয়ার পূর্বাভাস(Kolkata Weather Report)

আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় শহর কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহের শেষের দিকে বর্ষ আসতে পারে তিলো তোমায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ