Weather Report: সোমবার থেকে বুধবারের মধ্যে বর্ষা আসছে দক্ষিণবঙ্গে, আজ কোথায় কতটা বৃষ্টি

আজকের আবহাওয়ার খবর ১৭ জুন


উত্তরবঙ্গে(North Bengal) চলছে যখন ভারী থেকে অতি ভারী বৃষ্টি তখন দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই তাপপ্রবাহের পরিস্থিতি চলছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে হলুদ সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর(Alipur Weather Office)। তবে দক্ষিণবঙ্গে আগামী তিনদিন তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে পশ্চিমের জেলা গুলিতে। 

ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গে খুব শীঘ্রই বর্ষা আসতে চলেছে। পূর্বাভাসে বলা হয়েছে আগামী সোমবার থেকে বুধবারের মধ্যে বর্ষা আসার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সে ক্ষেত্রে আগামী রবিবার থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে বুধবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে, ফিরে আসবে স্বস্তির পরিবেশ। এই তাপপ্রবাহের হাত থেকে মুক্তি পেতে দক্ষিণ বঙ্গবাসীকে আরো চার থেকে পাঁচ দিন অপেক্ষা করতে হবে।\

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর(North Bengal Weather)

আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ রবিবার সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বিস্তীর্ণ অঞ্চলে, বাকি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী ১৯ তারিখ পর্যন্ত এমনই ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আপাতত তাপমাত্রা বড় কোন পরিবর্তন হবে না।\

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস(South Bangal Weather Report)

আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টাই আপাতত আবহাওয়ার তেমন উল্লেখযোগ্য কোন পরিবর্তন হবে না। কোথাও বৃষ্টির কোন সম্ভাবনা নেই তবে বিক্ষিপ্তভাবে খুব সামান্য বৃষ্টি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, বীরভূম জেলা ভিত্তিহ্ন অঞ্চলে। অন্যদিকে পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদনাপুরে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী আগামী রবিবার থেকে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে সোমবার থেকে বুধবারের মধ্যে বর্ষা আসার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে।

আরো পড়ুন:- দক্ষিণবঙ্গে কবে আসবে বর্ষা?

কলকাতার আবহাওয়ার পূর্বাভাস(Kolkata Weather Report)

আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় আপাতত কলকাতার কোথাও তেমন বৃষ্টির কোন সম্ভাবনা নেই, বাতাসে আদ্রতা বেশি থাকায় থাকবে অস্বস্তির পরিবেশ। তবে বুধবারের দিকে বর্ষার বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে কলকাতা জুড়ে। আপাতত আগামী চার থেকে পাঁচ দিনে এমনই অস্বস্তির পরিবেশ বজায় থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ