Weather Update: উত্তরবঙ্গের শুরু, ভাই থেকে অতি ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে কবে আসবে বর্ষা?

আজকের আবহাওয়ার খবর


দুই বঙ্গে দুই ধরনের আবহাওয়া, একদিকে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করেছে আলিপু আবহাওয়া দপ্তর, অন্যদিকে আবার বৃষ্টি না হওয়ার কারণে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমে জেলাগুলিতে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা, যার জেলে ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে সেখানে। দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে কবে তা নিয়ে এখনো কোনো বার্তা দিতে পারেনি আলিপুর দপ্তর। সাধারনত উত্তরবঙ্গের দশ দিন পরে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে, সে ক্ষেত্রে আগামী ১২ তারিখ বর্ষা ঢুকেছে উত্তরবঙ্গে, সেই ক্ষেত্রে হিসেব অনুযায় দক্ষিণবঙ্গে ১০ দিন পরে অর্থাৎ ২২ তারিখ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ। যদিও আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এখনো কোন পূর্বাভাস দেয়া হয়নি।

আরব সাগরে ক্রমশ বিধ্বংসী আঁকার নিচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয়। গুজরাটে ইতিমধ্যেই বিশেষ সতর্কতা জারি করেছে ভারতীয় মৌসম ভবন। আজ সেটিস স্থলভাগে আঘাত আনা সম্ভাবনা রয়েছে প্রবল ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছি গুজরাট উপকূল।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর (North Bengal Weather)

আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ১৭ তারিখ শনিবার সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জেলার বিস্তীর্ণ অঞ্চলে, বাকি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এর বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ১৯ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে এমনই বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আপাতত তাপমাত্রার বড় কোন পরিবর্তন নেই।

আরো পড়ুন:- আগামী ৪৮ ঘন্টার বাংলার আবহাওয়ার বড় পরিবর্তন, বৃষ্টির সতর্কতা

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস (South Bangal Weather Report)

আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বভাস অনুযাই আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, নদীয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার বিস্তীর্ণ অঞ্চলে বাকি জেলা গুলিতে আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, ঝাড়গ্রামে তাপপ্রবাহ সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে কবে বর্ষার প্রবেশ করবে তা নিয়ে এখনো তেমন কোন বার্তা দিতে পারেনি আলিপুর আবহাওয়া দপ্তর।

কলকাতার আবহাওয়ার পূর্বাভাস(Kolkata Weather Report)

আজ একুনি দেওয়া আলিপুরা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় কলকাতা আশপাশ এলাকার আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে বৃষ্টির কোন সম্ভাবনা নেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে আশেপাশে থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ