আজকের আবহাওয়ার খবর|West Bengal Weather
Weather Update: সকাল থেকেই আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার। নতুন বছরের শুরুতেই আবহাওয়ার বদল বাংলায়, ঝড় বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই আবহাওয়ার বদল হতে চলেছে বাংলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অঞ্চলে।
গত কয়েকদিন ধরে আকাশ পরিস্কার রয়েছে বাংলার, সেভাবে আপাতত বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়নি বাংলার কোথাও। তবে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার ফলে অবশেষে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলায়।
৪ ই জানুয়ারি বুধবার:- আবহাওয়া দপ্তরে পূর্বাভাস অনুযায়ী এই দিন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জেলার বিস্তীর্ণ অঞ্চলে। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া জেলায় বিস্তীর্ণ অঞ্চলে।
আরো পড়ুন:- নতুন পশ্চিমী ঝঞ্ঝায় বৃষ্টি
৫ ই জানুয়ারি বৃহস্পতিবার:- ৪ তারিখের তুলনায় ৫ তারিখ বৃষ্টি বাড়বে উত্তর সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই দিন উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকছে। এছাড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম জেলার বিস্তীর্ণ অঞ্চলে।
৬ ই জানুয়ারি শুক্রবার:- আবহাওয়া দপ্তরে পূর্বাভাস অনুযায়ী এই দিনও উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝারগ্রাম, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি জেলার কিছু কিছু অংশে, যদিও আপাতত সেভাবে কোথাও ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
0 মন্তব্যসমূহ