বৃষ বাৎসরিক রাশিফল 2024|বৃষ রাশির ভবিষ্যৎ বাণী ২০২৪
বৃষ রাশির রাশিফল 2024(Taurus Horoscope 2024) অনুযায়ী বেশ কিছু বিষয়ে উত্থান পতন আসতে চলেছে বৃষ রাশির জাতক/জাতিকাদের ক্ষেত্রে। বছরের শুরু থেকেই কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা আপনার হাতে ধরা দেবে। চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে বছরটি ভালো যাবে নতুন কাজের সন্ধান পাবে না। বছরের শুরু থেকেই দেব গুরু বৃহস্পতি রাশির দ্বাদশ ভাগে অবস্থান করবে ফলে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে 1 মে থেকে দেব গুরু বৃহস্পতি আপনার আশিতে আসবে ফলে উন্নতির মুখ দেখবেন।
বৃষ রাশির ভবিষ্যৎবাণী ২০২৪(Taurus Horoscope 2024) বছরের শুরু থেকেই শনিদেব দশমভাবে অবস্থান করবে ফলে প্রচুর পরিশ্রমের মাধ্যমে সফলতা আসবে আপনার হাতে। আপনি আপনার কর্মে অগ্রগতি লাভ করবেন। নতুন ব্যবসা শুরু করার সম্ভাবনা তৈরি হবে, নিজের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে।
বৃষ রাশির রাশিফল ২০২৪(Taurus Horoscope 2024) অনুযায়ী আর্থিক পরিস্থিতি স্থিতিশীল থাকতে চলেছে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত। পরিবারের স্বাস্থ্য স্বাভাবিক থাকবে তবে স্বামী স্ত্রীর মধ্যে স্বাস্থ্যের কিছুটা অবনতি হতে পারে। ২০২৪ এর মার্চ এপ্রিল এবং ডিসেম্বর মাস অত্যন্ত ভালো থাকবে বৃষ রাশির জাতক/জাতিকাদের জন্য।
বৃষ রাশির রাশিফল ২০২৪
বৃষ রাশির রাশিফল ২০২৪ অনুযায়ী বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে এই রাশির জাতক/জাতিকাদের জীবনে
রাশির নাম | বৃষ |
রাশির অধিপতি | শুক্র |
শুভ সংখ্যা | ২ ও ৭ |
শুভ দিক | দক্ষিন |
শুভ রত্ন | সাদা প্রবাল |
শুভ রং | সাদা |
বন্ধু রাশি | মিন ও কন্যা |
শত্রু রাশি | সিংহ ও কুম্ভ |
- বৃষ রাশির ক্যারিয়ার রাশিফল 2024
বৃষ রাশির ক্যারিয়ার রাশিফল ২০২৪(Taurus Horoscope 2024) শুরু থেকেই শনি মহাদেব আপনার রাশির দশম অবস্থানে অবস্থান করবে ফলে আপনাকে আরো মজবুত করে তুলবে। আপনি অনেক কঠোর পরিশ্রমী হয়ে উঠবেন। আপনার পরিশ্রমই আপনাকে সফলতার শীর্ষে পৌঁছে দেবে। আপনার কাজের প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়বে।
বৃষ রাশির ক্যারিয়ার রাশিফল 2024(Taurus Horoscope in Bangali) অনুযায়ী বছরের শুরুতে কিছু সমস্যা থাকলেও ধীরে ধীরে তা কেটে যাবে। আপনার কাজের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। মার্চ থেকে এপ্রিল এবং ডিসেম্বর মাস আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে চাকরির অগ্রগতির সম্ভাবনা থাকছে শিক্ষার্থীদের ক্ষেত্রে বড় সফলতা ধরা দেবে হাতে।
আরো পড়ুন:- রাশি নির্ণয় পদ্ধতি ২০২৪
- বৃষ রাশির প্রেমের রাশিফল ২০২৪
বৃষ রাশির প্রেম রাশিফল 2024(Taurus Horoscope 2024) এর অনুসারে বেশ কিছু সমস্যার মধ্য দিয়ে কাটবে এই বছর, প্রেমের মধ্যে উত্থান পতন অব্যাহত থাকবে। বৃষ রাশির প্রেমের রাশিফল অনুযায়ী বছরে শুরু থেকেই কেতু মহারাজ আপনার পঞ্চম ভাগই অবস্থান করবে ফলে সম্পর্কের টানাপোড়ন বাড়বে। আপনার পার্টনারের সঙ্গে মিথ্যে বললেই বিপদ বাড়বে। তাই বছর টি সতর্ক থাকার চেষ্টা করবেন। আর এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জীবনে প্রেম আসা সম্ভাবনা বাড়ছে।
- বৃষ রাশির শিক্ষার রাশিফল 2024
বৃষ রাশির শিক্ষার রাশিফল ২০২৪ অনুযায়ী বছরের শুরু থেকেই লড়াইয়ের সম্মুখীন হতে হবে বৃষ রাশির জাতক/জাতিকাদের। যেহেতু রাশির পঞ্চম ভাগে কেতু অবস্থান করছে তাই শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হওয়া সম্ভব নয় তৈরি হচ্ছে। অনেক লড়াইয়ের মধ্য দিয়ে নিজেকে শিক্ষার মধ্যে ধরে রাখতে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা আসার সম্ভাবনা রয়েছে।
বৃষ রাশিফল 2024 অনুযাই আপনার বিদেশ যাত্রা সম্ভাবনা তৈরি হচ্ছে, বিশেষ করে ফেব্রুয়ারি থেকে মার্চ এবং জুন থেকে জুলাই এর মধ্যে বিদেশে শিক্ষা লাভের জন্য বিদেশ যাত্রা সম্ভাবনা তৈরি হচ্ছে।
- বৃষ রাশির আর্থিক রাশিফল ২০২৪
কুম্ভ রাশির আর্থিক রাশিফল ২০২৪(Taurus Horoscope in Bangali) অনুযায়ী বছরে শুরু থেকে আর্থিকভাবে সচ্ছলতা ফিরবে। বছরে শুরু থেকেই অর্থ লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনার রাশির একাদশ ভাগে রাহুর উপস্থিতির কারণে আর্থিকভাবে উন্নতি সম্ভাবনা রয়েছে, আর্থিক সঞ্চয় বাড়বে ফলে একাধিক কাজ এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে। অর্থ উপার্জনের রাস্তা একাধিক খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বৃহস্পতি ও শনির অবস্থানের কারণে খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃষ রাশিফল ২০২৪ অনুসারী ১ মে এর পর থেকে কিছুটা আর্থিক স্বচ্ছলতা আসতে পারে বৃহস্পতির উল্টো প্রভাবের ফলে। বছরের এপ্রিল জুন আগস্ট ডিসেম্বর মাস গুলি আর্থিক ভালো যেতে চলেছে।
- বৃষ রাশির স্বাস্থ্যের রাশিফল 2024
বৃষ রাশির স্বাস্থ্যের রাশিফল 2024 অনুযায়ী বছরটি মিশ্র ফলাফল থাকতে চলেছে। বছরের শুরু থেকেই দুর্বলতা কাজ করবে আপনার মধ্যে। বছরে শুরু থেকেই পঞ্চম ভাগে কেতু, দ্বাদশ-ভাগে বৃহস্পতি এবং অষ্টম ভাগই মঙ্গল ও সূর্যের অবস্থান স্বাস্থ্যের জন্য তেমন একটা শুভঙ্কর নয়। বছরের মাঝামাঝি সময়ে স্বাস্থ্য কিছুটা স্বাভাবিক থাকলেও আবারও শেষের দিকে সমস্যার সম্মুখীন হতে হবে।
- বৃষ রাশির পারিবারিক রাশিফল 2024
বৃষ রাশির ২০২৪ এর রাশিফল অনুযায়ী পারিবারিক পরিস্থিতি মিশ্র ফলাফল দায়ক থাকতে চলেছে। বছরের শুরু থেকেই পারিবারিক দিক থেকে ভালো যাবে বাবা-মার সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে ভাই বোনের মধ্যে সম্পর্কের দৃঢ়তা বাড়বে। তবে বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত থাকবেন। বছরের মাঝামাঝি সময়ে একটু সমস্যার সম্মুখীন হতে হবে পরিবারকে নিয়ে।
পরিবারের সকলকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান হতে পারে এই বছর। বছরের শেষ দুই মাস অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর বিয়ে বাড়িতে যাওয়ার একাধিক প্ল্যান তৈরি হতে পারে।
বৃষ রাশির রাশিফল ২০২৪|Brisobh Barshik Rashifol 2024 in Bangali
- FAQ
1. বৃষ রাশি ২০২৪ শুভ লটারি সংখ্যাগুন কী?
Ans. বৃষ রাশি শুভ সংখ্যা ২ এবং ৭
2. বৃষ রাশি শুভ দিক এবং শুভ রং কী?
Ans. শুভ দিক দক্ষিন শুভ রং সাদা।
3. বৃষ রাশির অধিপতির নাম কী?
Ans. বৃষ রাশির অধিপতি হলেন শুক্র।
4. বৃষ রাশির জীবনসঙ্গী কোন রাশি?
Ans. বৃষ রাশির জীবনসঙ্গিনী মীন ও কন্যা রাশির জাতক/জাতিকা।
5. বৃষ রাশির শত্রু-রাশি
Ans. বৃষ রাশির জাতক/জাতিকাদের শত্রু রাশি হল সিংহ এবং কুম্ভ।
6. কেমন থাকতে চলেছে বৃষ রাশির ২০২৪ সাল
Ans. বছরের শুরু থেকেই কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে সফলতা আসতে চলেছে। ১ মে এর পর থেকে বৃহস্পতির প্রভাবে উন্নতির সম্ভাবনা বাড়ছে।
0 মন্তব্যসমূহ