আজকের আবহাওয়া|West Bengal Weather
Weather Update: গত দুইদিন ধরে আংশিক মেঘলা রয়েছে বাংলা জেলাগুলির আকার। আবহাওয়া দপ্তরে পূর্বাভাস অনুযায়ী আজ বৃষ্টির সম্ভাবনা থাকছে দুই বঙ্গের একাধিক জেলায়। বিশেষ করে উত্তরবঙ্গের পাঁচ জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়াও দক্ষিণবঙ্গের গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত তাপমাত্রা তেমন বড় কোন পরিবর্তন নেই। ফলের শীত বিদায় নিতে শুরু করেছে বাংলা থেকে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর (North Bengal Weather Update)
উত্তরবঙ্গে আসছে ঝড় বৃষ্টি, আগামী ৩ থেকে ৪ দিন এমন ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টাতে দার্জিলিং এবং কালিম্পং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালের দিকে ঘন কুয়াশা হতে পারে।
আরো পড়ুন:- শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত টানা ঝড় বৃষ্টি
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস (South Bangal Weather Update)
আজকে এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ৭ জেলাতে। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ শনিবার এই বৃষ্টির তীব্রতা আরো বাড়বে বলে মনে করছেন আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানাচ্ছি পূর্ব-পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত তাপমাত্রার তেমন বড় কোনো পরিবর্তন নেই।
কলকাতার আবহাওয়ার পূর্বাভাস (Kolkata Weather Report)
আজ এখুনি দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা আপাতত সেভাবে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে সকালের দিকে কুয়াশা থাকতে পারে মেঘলা থাকবে আকাশ। তাপমাত্রার বড় কোন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না।
0 মন্তব্যসমূহ