Saraswati Puja 2024: হাতেগোনা আর কয়েকটি দিন তারপরেই সরস্বতী পূজা 2024(Saraswati Puja)। সাধারণত মাঘ মাসের শুক্লপক্ষে পঞ্চম তিথিতে বাংলার ঘরে ঘরে আরাধনা করা হয় বাগদেবীর। আর এই পুজোর জন্য ৩৬৫ দিন অপেক্ষা করে থাকে ছোট থেকে বড় সকলেই। সব থেকে বেশি অপেক্ষার দিন গুণের স্কুলের ছোট্ট ছোট্ট বাচ্চা ও শিক্ষকরা। তবে এইবার কবে পড়েছে সরস্বতী পুজো? সরস্বতী পুজোর পুজো পদ্ধতি কি? সরস্বতী পুজোতে পুষ্পাঞ্জলির মন্ত্র কি? এখন জেনে নিয়ে যাকঃ
২০২৪ সালে সরস্বতী পুজো কত তারিখ(Saraswati Puja 2024)
বাঙালির বারো মাসে তেরো পার্বণ, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সরস্বতী পূজা(Saraswati Puja 2024)। বিশেষ করে বাচ্চাদের মধ্যে এই পুজো নিয়ে উৎসাহ সবথেকে বেশি থাকে। পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুল শিক্ষাপ্রতিষ্ঠান এমনকি সাধারণ মানুষের বাড়িতে বাড়িতেও পুজো করা হয় সরস্বতী মায়ের। ২০২৪ সালের সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন ডে একই দিনে পড়েছে।
সরস্বতী পুজো কেন পালন করা হয়
হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী দেবী সরস্বতী হলেন জ্ঞানের দেবী। সরস্বতী মায়ের কাছ থেকে জ্ঞান লাভের জন্যই মায়ের আরাধনা করা হয়ে থাকে।
সরস্বতী পূজা ২০২৪ সময় ও তারিখ(Saraswati Puja 2024 Time & Date)
সরস্বতী পুজো ২০২৪ সময়সূচী
পুজো নাম | তারিখ | দিন |
---|---|---|
সরস্বতী পুজো | ১৪ ই ফেব্রুয়ারি (১ মাঘ ফাল্গুন) | বুধবার |
সরস্বতী পুজো ২০২৪ পঞ্চমী তিথি(Saraswati Puja 2024 Panchami Tithi)
সরস্বতী পূজা ২০২৪ পঞ্চমী তিথির সময়সূচী অনুযায়ী
- পঞ্চমী তিথি শুরু:- ১৩ই ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার রাত ০৮:১০ মিনিট থেকে।
- পঞ্চমী তিথি শেষ:- ১৪ ই ফেব্রুয়ারি বুধবার, রাত ৬:০১ মিনিটে।
সরস্বতী পুজোর প্রণাম মন্ত্র(Saraswati Puja 2024 Pronam Mantra)
সরস্বতী পূজার প্রণাম মন্ত্রটি হল
সরস্বতী পুজোর প্রনাম মন্ত্রটি হলো
ওম জয় জয় দেবী চরাচর সারে,
কুচযুগ শোভিত মুক্তাহারে
বীনা রঞ্জিত পুস্তক হস্তে
ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।
ওম সরস্বতী মহাভাগে
বিদ্যা কমলোলোচনে
বিশ্বরূপে বিশালাক্ষী
বিদ্যাং দেবী নমোস্তুতে।।
সরস্বতী পূজোর পুষ্পাঞ্জলি মন্ত্র(Saraswati Puja Pushpanjali Mantra)
সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র
পুষ্পাঞ্জলি মন্ত্র 1
ওঁ ভদ্র কাল্যই নমঃ নিত্যং
সরস্বতঃই নমঃ নমোঃ
বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানিভ্য এবচ
এসঃ সবচন্দনঃ পুষ্প বিল্বপ্ত্র পুষ্পাঞ্জলী
ওঁ ওঁ সরস্বতঃই নমঃ নমোঃ।।
পুষ্পাঞ্জলি মন্ত্র 2
ওঁ জয় জয় দেবী চরাচর সারে,
কুচযুগশোভিত মুক্তাহারে।
বীনা রঞ্জিত পুস্তক হস্তে,
ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।
নমঃ ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ।
বেদ-বেদঙ্গ-বেদান্ত-বিদ্যা
স্থানেভ্য এব চ।।
এস স-চন্দন পুষ্পবিল্ব
পত্রঞ্জলি সরস্বতৈ নমঃ।।
সরস্বতী পুজোর গুরুত্বপূর্ণ ফুল ও সামগ্রী
- দেবী সরস্বতীর ছবি বা প্রতিমা মূর্তি
- পরিষ্কার সাদা কাপড়
- ফুল- জুঁই পদ্ম লিলি থাকলে খুব ভালো হয়
- আম পাতা বেল পাতা
- সিঁদুর হলুদ আপল চাল সাত রকমের ফল যার মধ্যে নারকেল কলা থাকতেই হবে ঘট, পান পাতা, সুপারি, ধূপদানি, পঞ্চ প্রদীপ, কষাকুসি
সরস্বতী পুজোর পূজা পদ্ধতি(Saraswati Puja Method)
সরস্বতী মায়ের আরাধনা বাংলার প্রতিটি কোণাতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে ঘরে ঘরে হয়ে থাকে। ফলে ঐদিন পুরোহিত পাওয়া অত্যন্ত কঠিন হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে আপনি নিজেই চাইলে সরস্বতী মায়ের পূজো সম্পূর্ণ করতে পারবেন। নিচে দেওয়া পদ্ধতির মাধ্যমে-
প্রথমে যিনি পুজো করবেন উনাকে সম্পূর্ণ স্নান করতে হবে। স্নান করার সময় হলুদ মেখে স্নান করলে ভালো হয়, ধর্ম শাস্ত্রে বলা হয়ে থাকে নিম হলুদ বাটা মুখে স্নান করলে শরীর ও মন শুদ্ধ হয়। যেই স্থানে পুজোর ব্যবস্থা করবেন ওই স্থানটি সম্পূর্ণ ভালোভাবে পরিষ্কার করে নিন, দেবী মূর্তি স্থাপন করার আগে একটি পিঁড়ি তৈরি করে তার উপরে স্থাপন করুন। দেবী সরস্বতীর মূর্তি স্থাপনের পরে সামনে ঘট বসান। মূর্তি থেকে ঘট পর্যন্ত বেলপাতা এবং ফুলের মালা পরিয়ে দিন। তারপরে ঘটে জল দিন এবং ঘটে প্রাণ প্রতিষ্ঠা করুন। এবং সরস্বতী মন্ত্র পাঠ করুন।
আরো পড়ুন:- মহা শিবরাত্রি ২০২৪ তিথি ও সময়
Saraswati Puja 2024: ২০২৪ সালের সরস্বতী পুজো কত তারিখ পড়েছে| সরস্বতী পূজার সময়সূচী ২০২৪
- FAQ
1. ২০২৪ সালের সরস্বতী পুজো কত তারিখ পড়েছে?
Ans: ১৪ ই ফেব্রুয়ারি (১ মাঘ ফাল্গুন) বুধবার
2. এবছরের সরস্বতী পুজো কবে
Ans: ২০২৪ সালের সরস্বতী পুজো অনুষ্ঠিত হতে চলেছে ১৪ই ফেব্রুয়ারি
3. সরস্বতী পুজো বাংলা তারিখ ও সময়
Ans: সরস্বতী পুজো বাংলা তারিখ ও সময় অনুসারে ১৪ই ফেব্রুয়ারি বুধবার
4. সরস্বতীজয়ন্তী কি?
Ans: হিন্দু ধার্মিক মানুষেরা একাংশই শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমীর পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো করে থাকেন যা ভারতের একাংশে সরস্বতীজয়ন্তী নামে পরিচিত।
5. সরস্বতী কে ছিলেন
Ans: বুদ্ধি এবং বিদ্যার দেবী হলেন সরস্বতী, যাকে ব্রহ্মা সৃষ্টি করেছিলেন।
6. প্রথম কে সরস্বতী পুজো করেন
Ans:- মহাপুরান মতে ব্রহ্মা-প্রথম সরস্বতী পুজো করেন।
7. সরস্বতী পুজো ২০২৪ পঞ্চমী তিথি
Ans: পঞ্চমী তিথি শুরু:- ১৩ই ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার রাত ০৮:১০ মিনিট থেকে।
পঞ্চমী তিথি শেষ:- ১৪ ই ফেব্রুয়ারি বুধবার, রাত ৬:০১ মিনিটে।
8. সরস্বতী পুজো পুষ্পাঞ্জলি মন্ত্র
Ans: পুষ্পাঞ্জলি মন্ত্র 1
ওঁ ভদ্র কাল্যই নমঃ নিত্যং
সরস্বতঃই নমঃ নমোঃ
বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানিভ্য এবচ
এসঃ সবচন্দনঃ পুষ্প বিল্বপ্ত্র পুষ্পাঞ্জলী
ওঁ ওঁ সরস্বতঃই নমঃ নমোঃ।।
পুষ্পাঞ্জলি মন্ত্র 2
ওঁ জয় জয় দেবী চরাচর সারে,
কুচযুগশোভিত মুক্তাহারে।
বীনা রঞ্জিত পুস্তক হস্তে,
ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।
নমঃ ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ।
বেদ-বেদঙ্গ-বেদান্ত-বিদ্যা
স্থানেভ্য এব চ।।
এস স-চন্দন পুষ্পবিল্ব
পত্রঞ্জলি সরস্বতৈ নমঃ।।
9. সরস্বতী পুজো প্রণাম মন্ত্র
Ans: সরস্বতী পুজোর প্রনাম মন্ত্রটি হলো
ওম জয় জয় দেবী চরাচর সারে,
কুচযুগ শোভিত মুক্তাহারে
বীনা রঞ্জিত পুস্তক হস্তে
ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।
ওম সরস্বতী মহাভাগে
বিদ্যা কমলোলোচনে
বিশ্বরূপে বিশালাক্ষী
বিদ্যাং দেবী নমোস্তুতে।
10. সরস্বতীর বাবা মার নাম কি
Ans: সরস্বতী দেবী ব্রহ্মার মানস কন্যা
0 মন্তব্যসমূহ