রোহিত শর্মার অবসরে, কে হলো ভারতের নতুন অধিনায়ক, দেখে নিন

 

ভারতের পরবর্তী অধিনায়ক কে হচ্ছেন

Indian's T20 Captain: ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত শর্মার টি টোয়েন্টি থেকে অবসর গ্রহণ করার পর ভারতের ক্রিকেট জগতের অন্দরে এবং ফ্যানদের মধ্যে বেশ তরজা চলছে টি টোয়েন্টিতে ভারতের ক্যাপ্টেন কে হবেন? সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসেবে নিয়োগ পেলেন গৌতম গম্ভীর। তার পরেই চর্চা তাহলে এবার টি টোয়েন্টিতে অধিনায়কের ব্যাটন কার হাতে উঠতে চলেছে! 

যদিও ভারত বনাম জিম্বাবোয়ে সিরিজে ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন তরুণ তুর্কি শুভমান গিল। কিন্তু দলের সিনিয়র তারকারা দলে ফিরলে কে দায়িত্ব পাবেন সেটাই ভারতীয় ক্রিকেটের অন্দরে এখন আলোচনার বিষয়। স্যোশাল মিডিয়া এই বিতর্কে বেশ গরমও বটে। যদিও বিসিসিআই থেকে অফিসিয়াল ভাবে কোনোকিছু জানানো হয়নি। তবুও বিভিন্ন মহলে ঘুরছে মূলত চারজন খেলোয়াড়ের নাম। তাদের মধ্যে কেউ হতে পারেন আগামীর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। এই চার ক্রিকেটারের মধ্যে পেস বোলার জসপ্রীত বুমরাকে নিয়ে কিন্তু একেবারেই ভাবা হচ্ছে না। 

ভারতের ক্রিকেট উপদেষ্টা কমিটির সদস্য যতীন পরাঞ্জপে টি টোয়েন্টিতে ভারতের আগামীর অধিনায়ক হিসেবে চার জনকে বেছে নিয়েছেন। তারা হলেন হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, কে.এল. রাহুল, শ্রেয়স আয়ার। 

তাঁর বক্তব্য, জিম্বাবোয়ে সিরিজের পর আগামী শ্রীলঙ্কা সিরিজে ভারতীয় দলের দায়িত্ব সামলাবেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সহ অধিনায়কত্ব করবেন ঋষভ পন্থ। কিন্তু বাকী দুজনও নজরে থাকবে। সূর্য কুমার যাদবও কিন্তু ভারতের হয়ে অধিনায়কত্ব করেছেন। সুতরাং তাঁর সম্ভাবনাও রয়েছে। তবে শ্রেয়স আয়ার এবং রাহুলের টি টোয়েন্টিতে পারফরম্যান্স তাদের পথকে আরোও সুগম করতে পারে। এখন দেখার বিসিসিআই কি সিদ্ধান্ত নেয়। টি টোয়েন্টিতে অধিনায়ক নিয়ে এত জটিলতা থাকলেও টেস্ট এবং ওয়ানডেতে কিন্তু রোহিত শর্মাই অধিনায়কের দায়িত্ব পালন করবেন। আসন্ন ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল খেলবে। 

সামাজিক মাধ্যমে বহু ফ্যানদের বক্তব্য, কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন মেন্টর গৌতম গম্ভীর জাতীয় দলের কোচ হওয়ায় ভাগ্যের শিকে ছিঁড়তে পারে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আয়ারেরও। সবটাই নির্ভর করছে বিসিসিআই এর সিদ্ধান্তের উপর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ