চলতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অফ লেজেন্ড'স, 2024 টুর্নামেন্টে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ক্রিকেট বিশ্বের অন্যতম দুই সেরা দল ভারত এবং অস্ট্রেলিয়া। ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার যুবরাজ সিং এর নেতৃত্বাধীন ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স দল এদিন ব্রেট লি'র নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স দলকে 86 রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছালো।
ভারত প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার রবিন উত্থাপ্পা এর 35 বলে 65 রানের বিধ্বংসী ইনিংসে ভর করে 254 রানের বিশাল স্কোর খাড়া করে। অপর ওপেনার আম্বাতি রাইডু এবং মিস্টার আইপিএল নামে পরিচিত সুরেশ রায়না বিশেষ কিছু না করতে পারলেও ক্যাপ্টেন যুবরাজ সিং 28 বলে 59 রানের দুর্দান্ত ইনিংস খেলেন। শেষের দিকে ইউসুফ পাঠান এবং ইরফান পাঠান দুই ভাইয়ের মারকাটারি ব্যাটিং ভারতকে এই বিশাল রানে পৌঁছে দেয়। ইউসুফ করেন 23 বলে 51. ইরফান পাঠান করেন 19 বলে 50.
অস্ট্রেলিয়ার তরফে পিটার সিডল 4 ওভার হাত ঘুরিয়ে 57 রানের বিনিময়ে 4 উইকেট নেন। বাকী অস্ট্রেলিয়ান বোলাররা কার্যত এদিন নিস্প্রভ ছিলেন।
জবাবে ব্যাট করতে নেমে একের পর এক দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভেটেরান অস্ট্রেলিয়া দলটি। দুই ওপেনার শন মার্শ এবং অ্যারন ফিঞ্চ করেন যথাক্রমে 2(4) এবং 16(17) রান। শেষের দিকে উইকেটকিপার ব্যাটার টিম পেইন 32 বলে 40 রানের কামব্যাক ইনিংস খেললেও ততক্ষণে ম্যাচ হাতের বাইরে চলে গেছে। এছাড়াও ন্যাথান কুইল্টার নাইল করেন 13 বলে 30.
আরো পড়ুন:- রোহিত শর্মার অবসরে, কে হলো ভারতের নতুন অধিনায়ক
ভারতীয় বোলারদের তরফে ধবল কুলকার্নি ও পবন নেগী 2টি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন রাহুল শুক্লা, হরভজন সিং এবং ইরফান পাঠান। প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন যুবরাজ সিং।
ফাইনালে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান চ্যাম্পিয়ন্স এর বিরুদ্ধে। আজ 13 জুলাই 2024 ইংল্যান্ডের বির্মিংহাম এ অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। ভারতীয় সময় রাত্রি 9 টা থেকে। ফাইনালের খবরাখবর জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
0 মন্তব্যসমূহ