Surya Grahan On Mahalaya : মহালয়ার দিন বছরের শেষ সূর্যগ্রহণ ২০২৪ | Solar Eclipse 2024 Time and Date

Surya Grahan On Mahalaya  2024


Surya Grahan On Mahalaya 2024: ০২৪ সালের সূর্যগ্রহণ (2024 Solar Eclipse) আজ হতে চলেছে এই বছরের শেষ সূর্য গ্রহন। জ্যোতিষশাস্ত্রে, সূর্যকে আত্মার কারণ হিসেবে বিবেচনা করা হয়। সূর্যগ্রহণ দেশ এবং বিশ্বের উপরে প্রভাব ফেলে সেই সঙ্গে মানবজাতির উপরে প্রভাব ফেলে। চলুন দেখে নেয়া যাক ২০২৪ সালে শেষ সূর্যগ্রহণ কখন হতে চলেছে।

কবে হতে চলেছে সূর্য গ্রহন? ভারত থেকে কি দৃশ্যমান হবে? সূর্যগ্রহণের সময় কি কি করতে নেই? দেখুন বিস্তারিত এই প্রতিবেদনে


বিজ্ঞান মতে চন্দ্রগ্রহণ কাকে বলে?

চাঁদ যখন পরিভ্রমণ অবস্থায় কিছুক্ষণের জন্য সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে আসে তখন চাঁদের ছায়া পৃথিবীপৃষ্ঠে পড়ে তখনই হয় সূর্যগ্রহণ(Solar Eclipse)।

সূর্য পৃথিবী এবং চান্দ যখন একই সরলরেখায় চলে আসেন তখন হয় চন্দ্রগ্রহণ(Lunar Eclipse)। অর্থাৎ সূর্য এবং চাঁদ এর মাঝখানে যখন পৃথিবী চলে আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পরে সে ক্ষেত্রে পৃথিবীর মানুষ চাঁদকে কিছুক্ষণের জন্য দেখতে পায়না।

২০২৪ সালের সূর্য ও চন্দ্রগ্রহণ(2024 Solar and Lunar Eclipse)

2024 সালে মোট চারটি গ্রহণ হতে চলেছে, এর মধ্যে দুটি চন্দ্রগ্রহণ এবং দুটি সূর্যগ্রহণ। যদিও প্রতিটি যখন ভারত থেকে দৃশ্যমান হবে না। কেবলমাত্র একটি চন্দ্রগ্রহণ এবং একটি সূর্যগ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবে।

২০২৪ দ্বিতীয় সূর্যগ্রহণ সময়সূচী (2024 Second Solar Eclipse Time and Date)

২০২৪ সালের শেষ চন্দ্রগ্রহণ হয়েছে ১৮ ই সেপ্টেম্বর তার ১৫ দিন পরেই হতে চলেছে ২০২৪ সালের শেষ সূর্যগ্রহণ, ২০২৪ দ্বিতীয় অর্থাৎ শেষ সূর্য গ্রহন হতে চলেছে ২ অক্টোবর, এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। এই গ্রহণটি শুরু হবে ২ অক্টোবর রাত ৯:১৩ মিনিটে এবং শেষ হবে ৩ অক্টোবর ভোর ৩:১৭ মিনিটে, অর্থাৎ এই গ্রহণ স্থায়ী হবে ৬ ঘন্টা ৪ মিনিট। 

কোথায় কোথায় দেখা যাবে সূর্যগ্রহণ?

এই গ্রহণটি ভারত থেকে দৃশ্যমান হবে না। এই গ্রহণটি মূলত দক্ষিণ আমেরিকা, আমেরিকা, আর্জেন্টিনা, আটলান্টিক মহাদেশ থেকে দৃশ্যমান হবে। যেহেতু এই গ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবে না তাই এই গ্রহণে সুতোকে কাল প্রযোজ্য নয়।

গ্রহণের সময় কী কী করণীয় (কুসংস্কার)

মূলত গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের একাধিক নিয়ম মেনে চলতে হয়। গর্ভবতী মহিলাদের বাড়ির বাইরে বের হতে দেয়া হয় না, এই সময় তাদের কোন খাবার খেতে বারণ করা হয়। তাছাড়া এই সময়ে মন্দিরের পূজা আর্চনা বন্ধ রাখা হয়, যেকোনো ধরনের শুভ কাজ থেকে বিরত থাকতে বলা হয়। কোন ব্যক্তি গ্রহণ দেখলে তার বাপ লাগে।


Surya Grahan On Mahalaya : মহালয়ার দিন বছরের শেষ সূর্যগ্রহণ ২০২৪

    FAQ

1. সূর্য গ্রহণ এবং চন্দ্রগ্রহণ কাকে বলে?

চাঁদ যখন পরিভ্রমণ অবস্থায় কিছুক্ষণের জন্য সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে আসে তখন চাঁদের ছায়া পৃথিবীপৃষ্ঠে পড়ে তখনই হয় সূর্যগ্রহণ।

সূর্য পৃথিবী এবং চান্দ যখন একই সরলরেখায় চলে আসেন তখন হয় চন্দ্রগ্রহণ।

2. ২০২৪ শেষ সূর্য গ্রহন কবে হবে?

২০২৪ দ্বিতীয় অর্থাৎ শেষ সূর্য গ্রহন হতে চলেছে ২ অক্টোবর।

3. সূর্য গ্রহন এবং চন্দ্র গ্রহণের মধ্যে পার্থক্য কী?

সূর্য গ্রহনের সময় সূর্য এবং পৃথিবীর মাঝখানে চাঁদ অবস্থান করে, অন্যদিকে চন্দ্রগ্রহণের সময় চাঁদ এবং সূর্যের মাঝখানে পৃথিবী অবস্থান করে।

সূর্যগ্রহণ খালি চোখে দেখা যায় না কিন্তু চন্দ্রগ্রহণ খালি চোখে নিরাপদ ভাবে দেখা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ